মুম্বই : 'মুম্বই সাগা' ছবিতে জ্যাকি শ্রফ ও সুনীল শেট্টির সঙ্গে যোগ দিলেন জন আব্রাহাম ও ইমরান হাসমি। ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় গুপ্ত।
এর আগে 'মুসাফির','শ্যুটআউট আ্যট লোখান্ডওয়ালা','কাবিল' এর মত একের পর এক হিট ছবি দিয়েছেন সঞ্জয়। এই ছবি প্রসঙ্গে তিনি বলেছেন, "25 বছরে 17টি ছবি তৈরি করেছি। কিন্তু আমি চাইছিলাম দশর্ককে বড় কিছু উপহার দিতে, যার জন্য প্রয়োজন ছিল এক দূরদর্শী প্রযোজকের। এর জন্য আমি ভুষণ কুমারের কাছে কৃতজ্ঞ।"
ছবিটির প্রযোজনা করেছে কুমার টি সিরিজ় ব্যানার। 1980 -90 দশকে 'বোম্বাই' থেকে 'মুম্বাই' রূপান্তরিত হওয়ার কাহিনি ফুটিয়ে তোলা হবে ছবিটিতে। 2020 সালে ছবিটি মুক্তি পেতে পারে।