মুম্বই : অবশেষে টুইটারে ডেবিউ করলেন কঙ্গনা রানাওয়াত । আজ সকালে একথা ঘোষণা করেন অভিনেত্রী নিজেই ।
টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । সেখানে তিনি বলেন, "সিনেমা জগতে প্রায় 15 বছর হয়ে গিয়েছে । এই বছরগুলিতে একাধিকবার এই মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে যে আমার সোশাল মিডিয়ায় আসা দরকার । অনেকেই বলেছিলেন যে আমাকে সোশাল মিডিয়ায় আসতে হবে । বিভিন্ন সংস্থার তরফেও বলা হয়েছিল । কিন্তু, আমি খুব একটা গুরুত্ব দিইনি । আসলে দর্শকদের থেকে দূরে রয়েছি এটা কখনও মনে হয়নি । তাই কারণেই সোশাল মিডিয়ায় আসার কথা চিন্তাই করিনি । আমার মনে হত যে যদি কিছু বলার থাকে তাহলে আমি সোশাল মিডিয়ায় কেন বলব সেটা ছবির মাধ্যমে বলব । আমি জাতীয়তাবাদ, মহিলাদের অধিকার নিয়ে এত কিছু বলেছি । সেগুলো আমি শিল্পের মাধ্যমে বলি । কারণ আমি একজন শিল্পী । এইরকমই চিন্তাভাবনা করতাম ।"
তাও হঠাৎ কেন নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন কঙ্গনা ? এ প্রসঙ্গে তিনি ওই ভিডিয়োতে বলেন, "এ বছর আমি প্রথমবার সোশাল মিডিয়ায় ক্ষমতা দেখেছি । সুশান্তের ঘটনায় আমরা সবাই একসঙ্গে লড়েছি । দেখলাম যে এতে আমরা সাফল্যও পেয়েছি । এর মাধ্যমে আমার আশা আরও বেড়ে গিয়েছে । নতুন ভারত গড়ার লক্ষ্যে এভাবেই আমরা সোশাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করে যাব । সেই কারণেই প্রথমবার টুইটারে এলাম । আমি খুব আনন্দিত ।"
দেখুন কঙ্গনার সেই ভিডিয়ো...
-
This is for my twitter family 🥰🙏 pic.twitter.com/KGdJPPWrQ1
— Kangana Ranaut (@KanganaTeam) August 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is for my twitter family 🥰🙏 pic.twitter.com/KGdJPPWrQ1
— Kangana Ranaut (@KanganaTeam) August 21, 2020This is for my twitter family 🥰🙏 pic.twitter.com/KGdJPPWrQ1
— Kangana Ranaut (@KanganaTeam) August 21, 2020