ETV Bharat / sitara

কোয়ারেন্টাইনে লাড্ডু বানালেন মালাইকা - malaika besan ladoo

কোয়ারেন্টাইনে বাড়িতে বসে নিজের হাতে ব্যাসনের লাড্ডু বানালেন মালাইকা । রান্নার টুকরো টুকরো ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Apr 1, 2020, 7:57 PM IST

মুম্বই : কোরোনা থাবা বসিয়েছে দেশের প্রায় সব জায়গাতেই । আর এই পরিস্থিতির মধ্যে ঘর থেকে বের হচ্ছেন না কেউই । বাদ যাননি তারকারাও । শুটিং বন্ধ থাকায় গৃহবন্দী তাঁরাও । এই মধ্যেই বাড়িতে একাধিক কাজ করে সময় কাটাচ্ছেন তাঁরা । ব্যতিক্রমী নন মালাইকা অরোরাও । বাড়িতে ব্যাসনের লাড্ডু বানিয়েছেন তিনি । আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেন ।

আজ ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ভিডিয়ো শেয়ার করেন মালাইকা । সেখানে নিজের হাতে পাক দিয়ে ব্যাসনের লাড্ডু বানাতে দেখা গিয়েছে তাঁকে । রান্না করার টুকরো টুকরো ভিডিয়ো শেয়ার করেন তিনি ।

লাড্ডু বানাচ্ছেন মালাইকা (সৌ : ইনস্টাগ্রাম)

লকডাউনের এই সময় খুব প্রয়োজন ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন তারকারা । এবার সেই একই বার্তা দিলেন মালাইকাও । এই সময়টা ঘুম, রান্না, খাওয়া, ঘর পরিষ্কার ও ওয়ার্কআউট করে কাটাতে বলেছেন তিনি । এই সব কিছুর পাশাপাশি বাড়িতে থাকার পরামর্শও দিয়েছেন ।

তবে মালাইকার লাড্ডু বানানোর ভিডিয়ো দেখে আনন্দিত ফ্যানরা । লাড্ডু বানানোর ধরন দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছেন । কেউ আবার রেসিপিও চেয়েছেন ।

dfg
ফোটো সৌ : ইনস্টাগ্রাম

কাজের দিক থেকে 'ইন্ডিয়াজ় বেস্ট ডান্সার' রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দেখা গিয়েছিল মালাইকাকে ।

মুম্বই : কোরোনা থাবা বসিয়েছে দেশের প্রায় সব জায়গাতেই । আর এই পরিস্থিতির মধ্যে ঘর থেকে বের হচ্ছেন না কেউই । বাদ যাননি তারকারাও । শুটিং বন্ধ থাকায় গৃহবন্দী তাঁরাও । এই মধ্যেই বাড়িতে একাধিক কাজ করে সময় কাটাচ্ছেন তাঁরা । ব্যতিক্রমী নন মালাইকা অরোরাও । বাড়িতে ব্যাসনের লাড্ডু বানিয়েছেন তিনি । আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেন ।

আজ ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ভিডিয়ো শেয়ার করেন মালাইকা । সেখানে নিজের হাতে পাক দিয়ে ব্যাসনের লাড্ডু বানাতে দেখা গিয়েছে তাঁকে । রান্না করার টুকরো টুকরো ভিডিয়ো শেয়ার করেন তিনি ।

লাড্ডু বানাচ্ছেন মালাইকা (সৌ : ইনস্টাগ্রাম)

লকডাউনের এই সময় খুব প্রয়োজন ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন তারকারা । এবার সেই একই বার্তা দিলেন মালাইকাও । এই সময়টা ঘুম, রান্না, খাওয়া, ঘর পরিষ্কার ও ওয়ার্কআউট করে কাটাতে বলেছেন তিনি । এই সব কিছুর পাশাপাশি বাড়িতে থাকার পরামর্শও দিয়েছেন ।

তবে মালাইকার লাড্ডু বানানোর ভিডিয়ো দেখে আনন্দিত ফ্যানরা । লাড্ডু বানানোর ধরন দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছেন । কেউ আবার রেসিপিও চেয়েছেন ।

dfg
ফোটো সৌ : ইনস্টাগ্রাম

কাজের দিক থেকে 'ইন্ডিয়াজ় বেস্ট ডান্সার' রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দেখা গিয়েছিল মালাইকাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.