মুম্বই : প্রথমে অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী বম্ব' মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে । কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ়ের সিদ্ধান্ত নির্মাতারা । সেই মতো 9 নভেম্বর ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । আর সেই কারণে দর্শকদের সম্পূর্ণ তৈরি থাকতে বললেন অক্ষয় ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অক্ষয় । সেখানে সুট পরে একেবারে তৈরি হয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োতে তিনি বলেন, "নতুন ছবি বাড়িতে আসছে সব কিছু সঠিক হতে হবে ।" এরপর ভিডিয়োতে আলিয়া ভাটকে দেখানো হয় । আসলে ঠিক কোন জায়গায় বসে তিনি সিনেমা দেখবেন সেটা বুঝতে পারছেন না । এরপর একে একে কুণাল খেমু, কিয়ারা আদবানি ও অন্যদের দেখানো হয় ভিডিয়োতে । কিয়ারাকে আবার সবার জন্য পপকর্ন বানাতে দেখা গিয়েছে ।
এই ভিডিয়োর ক্যাপশনে অক্ষয় লেখেন, "আপনার রিমোর্ট, পপকর্ন, কোক, কুশন, কম্বল সব তৈরি রাখুন । শীঘ্রই আপনার বাড়িতে 'লক্ষ্মী বম্ব' আসবে ।" আসলে এভাবেই নয়া উপায় ছবির প্রচার সারছেন তাঁরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোরোনা পরিস্থিতির মধ্যে হল বন্ধ থাকায় বলিউডের একাধিক বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে OTT প্ল্যাটফর্মে । 'গুলাবো সিতাবো' থেকে শুরু করে 'সড়ক 2' সহ একাধিক ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে । আরও কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে । আর সেই তালিকায় রয়েছে 'লক্ষ্মী বম্ব'-ও ।
এই ছবি আসলে তামিল ব্লকবাস্টার 'মুনি 2 : কাঞ্চনা'-র হিন্দি রিমেক । ছবিটি পরিচালনা করেছিলেন রাঘব লরেন্স । হিন্দি ছবিও তিনিই পরিচালনা করেছেন । অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকর ও অশ্বিনী কালসেকরকে ।