দিল্লি : আইনি জটিলতায় জড়িয়ে পড়ল 'ছপাক'। ছবি মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে একটি মামলা দায়ের করলেন লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট । বহু বছর ধরে তিনি লক্ষ্মীর আইনজীবী হিসেবে কাজ করছেন । কিন্তু, ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি ।
অ্যাসিড হামলা হওয়ার পর লক্ষ্মীর লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তাঁর আইনজীবী অপর্ণা ভাট । লক্ষ্মী যাতে সুবিচার পান তার জন্য অনেক লড়াইও করেছিলেন । এত কিছুর পরও ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানান, ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন ।
সোশাল মিডিয়ায় সেই পোস্ট দেখে অপর্ণার সমর্থনে এগিয়ে আসেন অনেকেই । এমনকী, সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছিলেন অপর্ণা । এরপর আজ দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে 'ছপাক'-এর মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি ।
-
Lawyer Aparna Bhatt files plea in Delhi's Patiala House Court seeking stay on film #Chhapaak. Bhatt in her plea has claimed that she was the lawyer for acid attack victim Laxmi for many years and yet she has not been given credit in the film. pic.twitter.com/RuTkzYJnJg
— ANI (@ANI) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lawyer Aparna Bhatt files plea in Delhi's Patiala House Court seeking stay on film #Chhapaak. Bhatt in her plea has claimed that she was the lawyer for acid attack victim Laxmi for many years and yet she has not been given credit in the film. pic.twitter.com/RuTkzYJnJg
— ANI (@ANI) January 9, 2020Lawyer Aparna Bhatt files plea in Delhi's Patiala House Court seeking stay on film #Chhapaak. Bhatt in her plea has claimed that she was the lawyer for acid attack victim Laxmi for many years and yet she has not been given credit in the film. pic.twitter.com/RuTkzYJnJg
— ANI (@ANI) January 9, 2020
এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই । দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের উপর দুষ্কৃতীদের হামলার বিরুদ্ধে সরব হয়েছিলেন দীপিকা পাডুকোন । আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে JNU যান তিনি । পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে । তাঁর ছবি বয়কটের ডাকও দেওয়া হয় । অনেকে বলেন, প্রচারের জন্যই সেখানে যান দীপিকা । এদিকে বিটাউনের অনেক সেলেবই এই পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে সমর্থন করেন । যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা সহ ছবির অন্য কলাকুশলীরা ।