ETV Bharat / sitara

সামনে এল 'বাটলা হাউস'-র বিতর্কিত এনকাউন্টার - cinema

প্রকাশ্যে এল জন আব্রাহাম অভিনীত 'বাটলা হাউস'-র ট্রেলার । দেশের সবচেয়ে বিতর্কিত এনকাউন্টারকে তুলে ধরা হল ।

বাটলা হাউস
author img

By

Published : Jul 10, 2019, 4:38 PM IST

মুম্বই : প্যাট্রিওটিজ়ম জনারে 'রোমিও আকবর ওয়াটার', 'সত্যমেব জয়তে', 'পরমাণু' ছবিগুলিতে সাফল্য পেয়েছেন জন । তাই তাঁর পরবর্তী পদক্ষেপও একই জনারে হতে চলেছে ।

দিল্লির জামিয়া নগরের বাটলা হাউসে অভিযুক্ত জঙ্গিদের এনকাউন্টার করা হয়েছিল । 'বাটলা হাউস'-এ 2008-র এই ঘটনার সত্যতা প্রকাশের চেষ্টা করেছেন জন ।

2008 সালের 13 সেপ্টেম্বর দিল্লিতে অনেকগুলি বম্ব ব্লাস্ট হয়েছিল । ঘটনায় 133 জন জখম ও 26 জনের মৃত্যু হয় । 19 সেপ্টেম্বর দিল্লি পুলিশের স্পেশাল সেল বাটলা হাউসের একটি ফ্ল্যাটে রেড করে । সেখানে পুলিশের গুলিতে দু'জন অভিযুক্ত জঙ্গি আতিফ আমিন ও মহম্মদ সাজিদের মৃত্যু হয় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিখিল আডবানির পরিচালনায় ছবিতে মৃণাল ঠাকুর ও নোরা ফাতেহিকে দেখা যাবে ।

ছবিটি দেশজুড়ে 15 অগাস্ট মুক্তি পাবে । একই দিনে মুক্তিপ্রাপ্ত 'সাহো' ও 'মিশন মঙ্গল'-কে ছবিটি টক্কর দেবে বলেই মনে করা হচ্ছে ।

মুম্বই : প্যাট্রিওটিজ়ম জনারে 'রোমিও আকবর ওয়াটার', 'সত্যমেব জয়তে', 'পরমাণু' ছবিগুলিতে সাফল্য পেয়েছেন জন । তাই তাঁর পরবর্তী পদক্ষেপও একই জনারে হতে চলেছে ।

দিল্লির জামিয়া নগরের বাটলা হাউসে অভিযুক্ত জঙ্গিদের এনকাউন্টার করা হয়েছিল । 'বাটলা হাউস'-এ 2008-র এই ঘটনার সত্যতা প্রকাশের চেষ্টা করেছেন জন ।

2008 সালের 13 সেপ্টেম্বর দিল্লিতে অনেকগুলি বম্ব ব্লাস্ট হয়েছিল । ঘটনায় 133 জন জখম ও 26 জনের মৃত্যু হয় । 19 সেপ্টেম্বর দিল্লি পুলিশের স্পেশাল সেল বাটলা হাউসের একটি ফ্ল্যাটে রেড করে । সেখানে পুলিশের গুলিতে দু'জন অভিযুক্ত জঙ্গি আতিফ আমিন ও মহম্মদ সাজিদের মৃত্যু হয় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিখিল আডবানির পরিচালনায় ছবিতে মৃণাল ঠাকুর ও নোরা ফাতেহিকে দেখা যাবে ।

ছবিটি দেশজুড়ে 15 অগাস্ট মুক্তি পাবে । একই দিনে মুক্তিপ্রাপ্ত 'সাহো' ও 'মিশন মঙ্গল'-কে ছবিটি টক্কর দেবে বলেই মনে করা হচ্ছে ।

Intro:Body:

Batla House Trailer


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.