ETV Bharat / sitara

হাসপাতাল থেকে ফেরার পর প্রকাশ্যে লতার ছবি - লতা মঙ্গেশকরের ছবি

28 দিনের মাথায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর। আর সেই সঙ্গেই সামনে এল তাঁর হুইলচেয়ার বসা ছবি।

Lata Mangeshkar image
Lata Mangeshkar image
author img

By

Published : Dec 10, 2019, 8:42 AM IST

মুম্বই : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি হয়েছিলেন লতা মঙ্গেশকর। আপামর দেশবাসী তাঁর আরোগ্য কামনা করছিল নিরবিচ্ছিন্ন ভাবে। অবশেষে সেই কামনা স্বার্থক হল। সুস্থ হলেন লতা। হাসপাতাল থেকে ফেরার পর প্রকাশ্যে এল স্বরসম্রাজ্ঞীর ছবি।

লতার এক ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি। হুইলচেয়ারে বসে থাকা লতার চোখে মুখে যেন ক্লান্তির ছাপ, দুর্বল মনে হচ্ছে তাঁকে দেখে। কিন্তু, তিনি যে সমস্ত ফাঁড়া কাটিয়ে বাড়ি ফিরে এসেছেন সেটাই আশ্বস্ত করছে সবাইকে।

আরও একটি ছবি শেয়ার করা হয়েছে সেই ফ্যান পেজে। সেখানে লতাকে একটু হলেও হাসতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দাড়িয়ে দুই সেবিকা।

গত রবিবার লতা মঙ্গেশকরের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, "নমস্কার, হ্যালো, আমি গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসকেরা চেয়েছিলেন যে আমি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাই। আজ আমি বাড়ি ফিরেছি। ঈশ্বর, মা-বাবার আশীর্বাদ ও আপনাদের প্রার্থনায় আমি আজ সুস্থ। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।"

  • नमस्कार.पिछले 28 दिनोंसे मैं ब्रीच कैंडी हॉस्पिटल में थी। मुझे न्यूमोनिया हुआ था.डॉक्टर चाहते थे की मैं पूरी तरह से ठीक हो जाऊँ फिर घर जाऊँ,आज मैं घर वापस आगयी हूँ. ईश्वर, माई बाबा के आशीर्वाद और आप सब के प्यार,प्रार्थनाओं से मैं अब ठीक हूँ.मैं आप सब की हृदयसे आभारी हूँ.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি হয়েছিলেন লতা মঙ্গেশকর। আপামর দেশবাসী তাঁর আরোগ্য কামনা করছিল নিরবিচ্ছিন্ন ভাবে। অবশেষে সেই কামনা স্বার্থক হল। সুস্থ হলেন লতা। হাসপাতাল থেকে ফেরার পর প্রকাশ্যে এল স্বরসম্রাজ্ঞীর ছবি।

লতার এক ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি। হুইলচেয়ারে বসে থাকা লতার চোখে মুখে যেন ক্লান্তির ছাপ, দুর্বল মনে হচ্ছে তাঁকে দেখে। কিন্তু, তিনি যে সমস্ত ফাঁড়া কাটিয়ে বাড়ি ফিরে এসেছেন সেটাই আশ্বস্ত করছে সবাইকে।

আরও একটি ছবি শেয়ার করা হয়েছে সেই ফ্যান পেজে। সেখানে লতাকে একটু হলেও হাসতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দাড়িয়ে দুই সেবিকা।

গত রবিবার লতা মঙ্গেশকরের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, "নমস্কার, হ্যালো, আমি গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসকেরা চেয়েছিলেন যে আমি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাই। আজ আমি বাড়ি ফিরেছি। ঈশ্বর, মা-বাবার আশীর্বাদ ও আপনাদের প্রার্থনায় আমি আজ সুস্থ। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।"

  • नमस्कार.पिछले 28 दिनोंसे मैं ब्रीच कैंडी हॉस्पिटल में थी। मुझे न्यूमोनिया हुआ था.डॉक्टर चाहते थे की मैं पूरी तरह से ठीक हो जाऊँ फिर घर जाऊँ,आज मैं घर वापस आगयी हूँ. ईश्वर, माई बाबा के आशीर्वाद और आप सब के प्यार,प्रार्थनाओं से मैं अब ठीक हूँ.मैं आप सब की हृदयसे आभारी हूँ.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

হাসপাতাল থেকে ফেরার পর প্রকাশ্যে লতার ছবি



28 দিনের মাথায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর। আর সেই সঙ্গেই সামনে এল তাঁর হুইলচেয়ার বসা ছবি।



মুম্বই : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি হয়েছিলেন লতা মঙ্গেশকর। আপামর দেশবাসী তাঁর আরোগ্য কামনা করছিল নিরবিচ্ছিন্ন ভাবে। অবশেষে সেই কামনা স্বার্থক হল। সুস্থ হলেন লতা। হাসপাতাল থেকে ফেরার পর প্রকাশ্যে এল স্বরসম্রাজ্ঞীর ছবি।



লতার এক ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি। হুইলচেয়ারে বসে থাকা লতার চোখে মুখে যেন ক্লান্তির ছাপ, দুর্বল মনে হচ্ছে তাঁকে দেখে। কিন্তু, তিনি যে সমস্ত ফাঁড়া কাটিয়ে  বাড়ি ফিরে এসেছেন সেটাই আশ্বস্ত করছে সবাইকে।



আরও একটি ছবি শেয়ার করা হয়েছে সেই ফ্যান পেজে। সেখানে লতাকে একটু হলেও হাসতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দাড়িয়ে এক সেবিকা।



গত রবিবার লতা মঙ্গেশকরের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, "নমস্কার, হ্যালো, আমি গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসকেরা চেয়েছিলেন যে আমি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাই। আজ আমি বাড়ি ফিরেছি। ঈশ্বর, মা-বাবার আশীর্বাদ ও আপনাদের প্রার্থনায় আমি আজ সুস্থ। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.