মুম্বই : রিয়েল লাইফ সরস্বতী বলা হয় লতা মঙ্গেশকরকে। নতুন করে তাঁর পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই। গতকাল তাঁর অসুস্থতার কথা শুনে পুরো দেশ শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল। কিন্তু আজ তারই মধ্যে একটু আশার আলো। IANS সূত্রে জানা গেল যে, একটু সুস্থ আছেন লতা মঙ্গেশকর।
গায়িকার পরিবার থেকে জানানো হয়েছে যে, "লতাজি এখন স্টেবল রয়েছেন। সত্যি বলতে কি উনি এতটা মনের জোর নিয়ে লড়াই করেছেন যে, ধীরে ধীরে সমস্ত বাধা কাটিয়ে উঠছেন তিনি। একজন গায়িকা হিসেবে ওঁর ফুসফুসের ক্ষমতা ওঁকে বাঁচিয়ে দিয়েছে। উনি একজন ফাইটার। লতাজী ছাড়া পেয়ে বাড়ি ফিরলে আমরা জানাব।"
আরও পড়ুন : অসুস্থ লতা মঙ্গেশকর
গতকাল ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি হয়েছিলেন লতা। কয়েকটি সংবাদসংস্থা থেকে জানানো হয় যে, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। সেই সময়ে গায়িকার টিম থেকে আসল খবরটা দেওয়া হয়।
1929 সালে জন্ম হয় লতার। 36 টি ভারতীয় ভাষায় তিনি গান গেয়েছেন অসংখ্য। শোনা যায় 1948 থেকে 1974 সালের মধ্যে লতা 25 হাজার গান রেকর্ড করেছেন। সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি, শুভকামনা রইল ETV ভারত সিতারার।