মুম্বই, 5 ফেব্রুয়ারি : গত মাসে কিছুটা সুস্থতার লক্ষণ দেখা গেলেও ফের একবার শারীরিক পরিস্থিতির অবনতি হল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Health condition worsen again) ৷ আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে ৷ এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসক প্রতীত সামদানি ৷ 8 জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাতপাতালে ভর্তি হতে হয়েছিল বর্ষীয়ান এই গায়িকাকে ৷ করোনার সঙ্গেই নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন লতা ৷ যার জেরে নবতিপর গায়িকাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ৷
তারপর থেকে মাঝে মাঝে যেমন দেখা গিয়েছে উন্নতির লক্ষণ, তেমনি শারীরিক পরিস্থিতির অবনতিও ঘটেছে একাধিকবার ৷ গত মাসের শেষের দিকেই জানা গিয়েছিল, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন গায়িকা ৷ এমনকি ভেন্টিলেশন থেকেও মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে ৷ তবে ফের একবার আশঙ্কার খবর শোনালেন তাঁর চিকিৎসক প্রতীত সামদানি ৷ তিনি জানান, ফের একবার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে গায়িকার ৷ ফলত আবারও ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে ৷ ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা সর্বদা নজর রাখছেন তাঁর স্বাস্থ্যের উপর ৷
আরও পড়ুন: করোনামুক্ত সুরসম্রাজ্ঞী লতা, প্রয়োজন পড়ছে না ভেন্টিলেটরের
সাত দশকের সঙ্গীত জীবনে তিরিশ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই বর্ষীয়ান গায়িকা ৷ তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন মাত্র 13 বছর বয়সে ৷ হিন্দি, বাংলা তো বটেই ভারতের বিভিন্ন ভাষায় শ্রোতাদের মনে গেঁথে রয়েছে তাঁর গান ৷