মুম্বই : আজ শহিদ দিবস । 1931 সালের আজকের দিনেই ফাঁসি দেওয়া হয়েছিল ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে । ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণ করতেই 23 মার্চ গোটা দেশে পালিত হয় শহিদ দিবস । সোশাল মিডিয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন লতা মঙ্গেশকর ও কঙ্গনা রানাওয়াত ।
নিজের গাওয়া 'সারফারোশি কি তামান্না' গানটি আজ টুইটারে শেয়ার করেন লতা । তার ক্যাপশনে লেখেন, "ভারতমাতার বীর সুপুত্র ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে শহিদ দিবসে আমার কোটি কোটি প্রণাম ।"
-
भारतमाता के वीर सपूत भगत सिंह, सुखदेव और राजगुरु को आज शहीद दिवस पर मेरे कोटि कोटि प्रणाम।https://t.co/Jh0WUTiN5y
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भारतमाता के वीर सपूत भगत सिंह, सुखदेव और राजगुरु को आज शहीद दिवस पर मेरे कोटि कोटि प्रणाम।https://t.co/Jh0WUTiN5y
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 23, 2020भारतमाता के वीर सपूत भगत सिंह, सुखदेव और राजगुरु को आज शहीद दिवस पर मेरे कोटि कोटि प्रणाम।https://t.co/Jh0WUTiN5y
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 23, 2020
তবে শুধু লতাই নন । শদিহদের শ্রদ্ধা জানান কঙ্গনা রানাওয়াতও । আজ 33 বছরে পা দিয়েছেন তিনি । সোশাল মিডিয়ায় শহিদ দিবস নিয়ে একটি ভিডিয়ো বার্তা দেন । যেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি । ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ।
-
Dear friends Kangana thanking you all for wishing her on her Birthday also she sang few lines for our Martyrs, Jai Hind 🙏 pic.twitter.com/g1Ur65QLCE
— Rangoli Chandel (@Rangoli_A) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dear friends Kangana thanking you all for wishing her on her Birthday also she sang few lines for our Martyrs, Jai Hind 🙏 pic.twitter.com/g1Ur65QLCE
— Rangoli Chandel (@Rangoli_A) March 23, 2020Dear friends Kangana thanking you all for wishing her on her Birthday also she sang few lines for our Martyrs, Jai Hind 🙏 pic.twitter.com/g1Ur65QLCE
— Rangoli Chandel (@Rangoli_A) March 23, 2020
ভিডিয়োয় ট্র্যাডিশনাল লুকে দেখা গিয়েছে কঙ্গনাকে । গোলাপি শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়না পরেন তিনি । তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভিডিয়োতে পরিবার, বন্ধু এবং সহকর্মীদের ধন্যবাদ জানান । তার পরেই আবৃত্তি করেন কৈফি আজ়মির লেখা বিখ্যাত কবিতা 'আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিও...'
পাশাপাশি জন্মদিন উপলক্ষ্যে পুজোর আয়োজন করা হয়েছিল । পরিবারের সবার সঙ্গে পুজো করতে দেখা যায় তাঁকে ।