মুম্বই : আপকামিং ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন কুণাল খেমু । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানিয়েছেন তিনি ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কুণাল । সেখানে পিছন ফিরে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । আর এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "কাজ চলছে । ডায়েট খুব বেশি করছি না ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কয়েক দিন আগেই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে কুণালের ছবি 'লুটকেস'। সেখানে রাসিকা দুগ্গল, রণবীর সোরে, বিজয় রাজ, গজরাজ রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । সেখানে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় । এছাড়াও মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় 'অভয়'-এর দ্বিতীয় ইনস্টলমেন্ট ।
পাশাপাশি কাজ না থাকলেই মেয়ে ইনায়ার সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে কুণালকে । কখনও সমুদ্রের ধারে, আবার কখনও বাড়িতে বসে মেয়ের সঙ্গে খেলতে দেখা গিয়েছে তাঁকে । এমনকী, গত মাসেই মেয়ের নামে বুকে ট্যাটু করান তিনি ।