মুম্বই : পোল ডান্স করতে খুবই ভালোবাসেন কৃতি খারবান্দা । আর এভাবে ওয়ার্ক আউট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি । কিন্তু, লকডাউনের মধ্যে তা আর সম্ভব হচ্ছে না । তাই খুবই মন খারাপ কৃতির ।
সম্প্রতি ইনস্টাগ্রামে পোল ডান্স করার একটি পুরোনো ভিডিয়ো শেয়ার করেন কৃতি । সেখানে কালো শর্টস ও ক্রপ টপ পরতে দেখা গিয়েছে তাঁকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ভিডিয়োর ক্যাপশনে কৃতি লেখেন, "আমার পছন্দের ওয়ার্ক আউটের পদ্ধতি । বাড়িতে পোল না লাগিয়ে খুব ভুল করেছি । লকডাউন ঠিক হওয়ার পর সবার আগে এই কাজটাই করতে চাই । আপনাদের লিস্টে কি রয়েছে ? এই মুহূর্তে কোন বিষয়গুলি আপনারা সব থেকে বেশি মিস করছেন ?"
এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তার ভিউয়ার্স সংখ্যা ছাড়ায় কয়েক মিলিয়ন । কমেন্টও করেন অনেকেই ।
লকডাউনের মধ্যে এখন বন্ধ সব কিছুই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । বাড়িতেই দিন কাটছে তাঁদের । একই অবস্থা কৃতিরও । কিছুদিন আগে নিজের ভ্রু নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন । লকডাউনের মধ্যে পার্লার বন্ধ থাকায় ভ্রুয়ের কোনও গতি করতে পারছেন না তিনি । আর সে বিষয়ে নিজের চিন্তার কথা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছিলেন । লেখেন,"বাকি সব কিছু ঠিক আছে । কিন্তু, এই ভ্রু দুটির কী করব !"
কাজের দিক থেকে অনীজ় বাজ়মির 'পাগলপন্তি' ছবিতে কাজ করেছিলেন কৃতি । এরপর পুলকিত সম্রাটের সঙ্গে বিজয় নাম্বিয়ার 'তইশ' ছবিতে দেখা যাবে তাঁকে । সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি ।