মুম্বই : লকডাউনে সবাই নিজেদের লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করছেন । কেউ রান্না করছেন তো কেউ ছবি আঁকছেন । পিছিয়ে নেই কৃতি খরবন্দাও । পিয়ানো বাজালেন তিনি, তাও আবার চোখ বন্ধ করে ।
কৃতির রিউমর্ড বয়ফ্রেন্ড পুলকিত সম্রাট নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি ভিডিয়ো । সেখানে কৃতি 'মানি হেইস্ট' ওয়েব সিরিজ়ের 'বেলা চাও' গানটি বাজাচ্ছেন । চোখ বন্ধ, চলছে আঙুল ।
বাজানোর শেষ একগাল হেসে ফেললেন অভিনেত্রী । বললেন, "যাক, ভালোয় ভালোয় হয়ে গেল..." দেখে নিন সেই ভিডিয়ো
- View this post on Instagram
#bellaciao to banta hai! Dhyaan se dekhiye.. dono aankhein khol ke! 🥳💓 @kriti.kharbanda
">
'মানি হেইস্ট' এক অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ় । আপাতত চতুর্থ সিজ়ন চলছে এই সিরিজ়ের । এই ক্রাইম থ্রিলারের প্রতিটা চরিত্র জনপ্রিয় হয়ে উঠেছে সিনেপ্রেমীদের কাছে, বিশেষ করে প্রোফেসরের চরিত্রটি ।
কয়েকদিন আগে আয়ুষ্মান খুরানা ইচ্ছেপ্রকাশ করেছেন যে, তিনি প্রোফেসরের মতো কোনও একটি চরিত্রে অভিনয় করতে চান । চরিত্রের পাশাপাশি সিরিজ়ের মিউজ়িকও বেশ জনপ্রিয় । পিয়ানোয় বাজানোর জন্য কৃতির সংগীত নির্বাচনই তার প্রমাণ দিচ্ছে ।