ETV Bharat / sitara

সপরিবারে লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি - share

বাড়ি গিয়ে দেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । রাষ্ট্রপতির দেখা করতে আসায় নিজেকে সম্মানিত বলে মনে করলেন কিংবদন্তি এই গায়িকা । সোশাল মিডিয়ায় তাঁদের ছবিও শেয়ার করলেন ।

লতা মঙ্গেশকর
author img

By

Published : Aug 18, 2019, 5:34 PM IST

Updated : Aug 18, 2019, 9:41 PM IST

মুম্বই : লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । রাষ্ট্রপতির দেখা করতে আসায় নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানালেন কিংবদন্তি গায়িকা ।

আজ টুইটারে রাষ্ট্রপতির সঙ্গে ছবি শেয়ার করেন লতা মঙ্গেশকর । ক্যাপশনে লেখেন, "আমাদের দেশের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসায় আমি নিজেকে সম্মানিত মনে করছি । আমি কৃতজ্ঞ । স্যার, আপনি আমাদের গর্বিত করেছেন ।"

  • Namaskar,
    Was deeply honoured and humbled, when the The President of our country, Shri Ramnath Kovind ji, so gracefully came and met me at my residence. I stand in gratitude. Sir, you make us proud! @rashtrapatibhvn . pic.twitter.com/ht3ZaacYDK

    — Lata Mangeshkar (@mangeshkarlata) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ, মেয়ে স্বাতী কোবিন্দ । এছাড়াও ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও, তাঁর স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওডে ।

  • नमस्कार.आज भारत के राष्ट्रपति आदरणीय श्री रामनाथ कोविंद जी,उनकी पत्नी श्रीमती सविता कोविंद जी और कन्या स्वाति कोविंद जी तथा महाराष्ट्र के राज्यपाल सी विद्यासागर राव जी और उनकी पत्नी विनोदा राव जी और महाराष्ट्र के शिक्षामंत्री श्री विनोद तावडे जी ने हमारे घर आकर हमें कृत-कृत किया. pic.twitter.com/vso6Xc17qj

    — Lata Mangeshkar (@mangeshkarlata) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকর হাজারটির উপর হিন্দি ছবিতে গান গেয়েছেন । 1989 সালে ভারত সরকারের তরফে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তাঁকে ।

2001 সালে দেশের প্রতি অবদানের জন্য লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ।

মুম্বই : লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । রাষ্ট্রপতির দেখা করতে আসায় নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানালেন কিংবদন্তি গায়িকা ।

আজ টুইটারে রাষ্ট্রপতির সঙ্গে ছবি শেয়ার করেন লতা মঙ্গেশকর । ক্যাপশনে লেখেন, "আমাদের দেশের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসায় আমি নিজেকে সম্মানিত মনে করছি । আমি কৃতজ্ঞ । স্যার, আপনি আমাদের গর্বিত করেছেন ।"

  • Namaskar,
    Was deeply honoured and humbled, when the The President of our country, Shri Ramnath Kovind ji, so gracefully came and met me at my residence. I stand in gratitude. Sir, you make us proud! @rashtrapatibhvn . pic.twitter.com/ht3ZaacYDK

    — Lata Mangeshkar (@mangeshkarlata) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ, মেয়ে স্বাতী কোবিন্দ । এছাড়াও ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও, তাঁর স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওডে ।

  • नमस्कार.आज भारत के राष्ट्रपति आदरणीय श्री रामनाथ कोविंद जी,उनकी पत्नी श्रीमती सविता कोविंद जी और कन्या स्वाति कोविंद जी तथा महाराष्ट्र के राज्यपाल सी विद्यासागर राव जी और उनकी पत्नी विनोदा राव जी और महाराष्ट्र के शिक्षामंत्री श्री विनोद तावडे जी ने हमारे घर आकर हमें कृत-कृत किया. pic.twitter.com/vso6Xc17qj

    — Lata Mangeshkar (@mangeshkarlata) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকর হাজারটির উপর হিন্দি ছবিতে গান গেয়েছেন । 1989 সালে ভারত সরকারের তরফে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তাঁকে ।

2001 সালে দেশের প্রতি অবদানের জন্য লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ।

Intro:Body:

Lata Mangeshkar


Conclusion:
Last Updated : Aug 18, 2019, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.