মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে । নেপোটিজ়ম, ডিপ্রেশন, আর্থিক জটিলতার সঙ্গে কেসে জুড়েছে নতুন অ্যাঙ্গল । শোনা যাচ্ছে, মাদকাসক্ত ছিলেন সুশান্ত । এই খবর সামনে আসার পর এবার মাঠে নেমে পড়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ।
IANS সূত্রে রিয়ার চ্যাটের কিছু অংশ সামনে এসেছে । গৌরব আর্য নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে রিয়া বলেন, "আমি খুব বেশি হার্ড ড্রাগ ব্যবহার করিনি । তবে একবার MDMA ট্রাই করেছি । তোমার কাছে MD আছে ?"
আবার জয়া সাহা নামে একজনের সঙ্গে আলোচনায় রিয়াকে জয়া বলেন, "কফি, চা বা জলে মাত্র চার ফোঁটা দিয়ে দাও । ওকে সিপ করাও…30-40 মিনিট পর ওর নেশা হতে বাধ্য ।" এখানে "ওর" বলতে সুশান্তকেই বোঝানো হচ্ছে বলে ধারণা তদন্তকারী অফিসারদের । চ্যাটের সময় 2019 সালের 25 নভেম্বর ।
আরও একটা ইন্টারেস্টিং বিষয় হল, জয়া এবং রিয়া 100 বার ফোনে কথা বলেছেন বিভিন্ন সময়ে । এর মধ্যে 29 টি কল জয়া করেছিলেন এবং বাকি কলগুলি করেন রিয়া ।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ছাড়াও ED এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে । ইতিমধ্যেই জয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ED-র তরফ থেকে ।