দিল্লি : অভিনেত্রী কীর্তি কুলহারি বর্তমানে 'মিশন মঙ্গল'-র মুক্তি নিয়ে উত্তেজিত । এরপর 'দা গার্ল অন দা ট্রেন'-র হিন্দি রিমকে একজন ব্রিটিশ পুলিশের ভূমিকায় দেখা যাবে কীর্তিকে ।
ভারতীয় ছবির সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ রিভু দাশগুপ্তর পরিচালনায় ছবির এই খবরটি শেয়ার করেছেন ।
তরণ টুইট করেন, "কীর্তি কুলহারিকে এবছরের শুরুতে উরিতে দেখা গেছে । সামনের সপ্তাহে দেখা যাবে মিশন মঙ্গলে । তারপর দা গার্ল অন দা ট্রেনের হিন্দি রিমেকে ব্রিটিশ পুলিশের চরিত্রে অভিনয় করছেন কীর্তি । ছবিটির পরিচালনা করছেন রিভু দাশগুপ্ত । তাঁর সঙ্গে এর আগে নেটফ্লিক্স অরিজিনালের বার্ড অফ ব্লাড সিরিজ়ে অভিনয় করেছেন কীর্তি ।"
-
#Update: Kirti Kulhari - seen in #Uri earlier this year and #MissionMangal next week - to play a #British cop in #TheGirlOnTheTrain #Hindi remake... Stars Parineeti Chopra... Directed by Ribhu Dasgupta, with whom she worked in #Netflix original series #BardOfBlood.
— taran adarsh (@taran_adarsh) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Update: Kirti Kulhari - seen in #Uri earlier this year and #MissionMangal next week - to play a #British cop in #TheGirlOnTheTrain #Hindi remake... Stars Parineeti Chopra... Directed by Ribhu Dasgupta, with whom she worked in #Netflix original series #BardOfBlood.
— taran adarsh (@taran_adarsh) August 6, 2019#Update: Kirti Kulhari - seen in #Uri earlier this year and #MissionMangal next week - to play a #British cop in #TheGirlOnTheTrain #Hindi remake... Stars Parineeti Chopra... Directed by Ribhu Dasgupta, with whom she worked in #Netflix original series #BardOfBlood.
— taran adarsh (@taran_adarsh) August 6, 2019
রবিবার থেকে লন্ডনে পরিণীতি চোপড়ার শুটিং শুরু হয়ে গেছে । টুইটারে শেয়ার করে সে খবর জানিয়েছিলেন পরিচালক নিজেই । তিনি লেখেন, "পরিণীতি চোপড়ার সঙ্গে আজ ট্রেনে চড়ার প্রত্যাশায় ।"
2016 সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ছবি 'দা গার্ল অন দা ট্রেন'-র অফিসিয়াল রিমেক হবে এই ছবিটি । আসল ছবিতে এমিলি ব্লান্টকে দেখা গিয়েছিল ।
পলা হকিনসের 2015-র বেস্টসেলার 'দা গার্ল অন দা ট্রেন' থেকেই হলিউড ছবি বানিয়েছিল স্টিভেন স্পিলবার্গের ড্রিমওয়ার্কস পিকচার্স । ছবিটির পরিচালনা করেছিলেন টেট টেলার । ছবির মুখ্য চরিত্রে থাকা অভিনেত্রী এমিলি ব্লান্ট তাঁর অভিনয়ের জন্য 23-তম স্ক্রিন অ্যাক্টরস্ গিল্ড অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছিলেন । এছাড়াও BAFTA-তে বেস্ট অ্যাক্ট্রেসের জন্যও নমিনেশন পেয়েছিলেন ।
হকিনসের বইটিতে একজন অ্যালকোহলিক ডিভর্সির কথা বলা হয়েছে । তাঁর রোজের ট্রেন যাত্রার সময় স্কট ও মেগানের ভালোবাসার ঝলক ট্রেনের জানালা দিয়ে দেখতে দেখতে যান । তাঁর জীবন পুরো পালটে যায়, যখন তিনি জানতে পারেন মেগান নিরুদ্দেশ এবং এই ঘটনার সঙ্গে তিনি জড়িত ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পরিণীতি চোপড়া ছবিতে অ্যালকোহলিক ডিভর্সির চরিত্রে অভিনয় করছেন । রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও অ্যাম্বলিন এন্টারটেনমেন্টের প্রযোজনায় ছবিটি 2020-তে মুক্তি পাবে ।
'দা গার্ল অন দা ট্রেন' ছাড়াও সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'জবরিয়া জোড়ি', অর্জুন কাপুরের সঙ্গে 'সন্দীপ অর পিঙ্কি ফারার', সাইনা নেওয়ালের বায়োপিক ও 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া'-তে দেখা যাবে পরিণীতি ।