মুম্বই : ফের কোরোনার থাবা বলিউডে । আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার । আরোগ্য কামনা করলেন অভিনেত্রী কাশমেরা শাহ ।
শোনা যাচ্ছে, এই মাসের শুরুর দিকে একটি মেডিকেল চেকআপ করানো হয় মিস্টার কুমারের । সেই রিপোর্টেই তাঁর রক্তে কোরোনার জীবাণু পাওয়া যায় । বেশ কিছু লক্ষণও দেখা যায় তাঁর শরীরে । আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা ।
কিরণ কুমারের সঙ্গে কাশমেরা শাহ 'মরনে ভি দো ইয়ারো' ছবিতে অভিনয় করেছিলেন । সহকর্মীর অসুস্থতার খবরে মন ভার অভিনেত্রীর ।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার । আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্য অন্যতম ভদ্রলোক । আপনি আমার প্রথম ছবিতে অভিনয় করেছেন । আর সেই জন্য আমি খুব গর্বিত । অপেক্ষায় রইলাম কিরণ স্যার...."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">