মুম্বই : TikTok প্ল্যাটফর্ম অনেক মানুষের অভিনেতা হওয়ার সুপ্ত ইচ্ছাকে পূরণ করেছে । অনেকে এই প্ল্যাটফর্মকে আবার নিজের উপার্জনের মাধ্যম হিসেবেও নির্বাচন করেছেন । সামনে এসেছে জনপ্রিয় তারকাদের ক্লোন বা নকল । করিনা কাপুর, রণবীর সিং, শাহিদ কাপুর, অমিতাভ বচ্চনের মতো তারকাদের ক্লোন আগেই জনপ্রিয়তা পেয়েছে ফলোয়ার মহলে । আর এবার TikTok প্ল্যাটফর্মের নতুন সেনসেশন কিয়ারা আদবানীর ক্লোন কল্পনা শর্মা ।
একেবারে একরম দেখতে না হলেও, মুখে বেশ অনেকটাই মিল রয়েছে কিয়ারা আর কল্পনার । নিজেকে কিয়ারার মতো করে তুলে ধরতে তাই বেশি বেগ পেতে হয়নি কল্পনাকে ।
2019 সালে 'কবীর সিং' ছবিতে কিয়ারা অভিনীত প্রীতি চরিত্রটি খুবই জনপ্রিয় হয় । ছবিতে তাঁর বলা কিছু সংলাপ ও অভিব্যক্তি TikTok প্ল্যাটফর্মে নিপুণ ভাবে তুলে ধরেছেন কল্পনা । আর তারপর থেকেই জনপ্রিয় অভিনেত্রীর জনপ্রিয় ক্লোন হয়ে উঠেছেন তিনি ।
2019 সালটা বেশ ভালোই কেটেছে কিয়ারার । 'কবীর সিং' ও 'গুড নিউজ়' শুধুমাত্র বক্স অফিসে সাফল্য পায়নি, কিয়ারাকে বলিউডের অন্যতম প্রমিসিং অভিনেত্রী হিসেবেও প্রমাণ করেছে । তিনি সুযোগ পেয়েছেন শাহিদ কাপুর বা অক্ষয় কুমারের মতো সুপারস্টারেদের সঙ্গে অভিনয় করার ।
আপাতত নেটফ্লিক্সের 'গিল্টি' ফিল্মে দেখা যাবে অভিনেত্রীকে । এছাড়াও অক্ষয়ের সঙ্গে হরর কমেডি 'লক্ষ্মী বম্ব', সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে 'শেরশাহ', বা নারীকেন্দ্রিক ছবি 'ইন্দু কি জওয়ানি'-র মতো ছবিও রয়েছে কিয়ারার ঝুলিতে ।
দেখে নিন কল্পনায় কয়েকটি ভি়ডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">