ETV Bharat / sitara

আমার জার্নিটা খুব স্পেশাল : কিয়ারা - কিয়ারা আদবানীর জার্নি

এত অল্প সময়ের মধ্যে বলিউডের মতো জায়গায় নিজের পরিচিতি তৈরি করা মুখের কথা নয় । তবে কিয়ারা আদবানী সেই চ্যালেঞ্জ নিয়েছেন এবং নিজেকে প্রমাণ করেছেন । আজ পিছনে ফিরে দেখলে নিজের জার্নিকে খুব স্পেশাল মনে হয় অভিনেত্রীর ।

কিয়ারা আদবানীর জার্নি
কিয়ারা আদবানীর জার্নি
author img

By

Published : Jan 15, 2021, 1:56 PM IST

মুম্বই : 2014 সালে 'ফাগলি' দিয়ে বলিউডে ডেবিউ করেন কিয়ারা আদবানী । আর আজ, এই 2021 সালের মধ্যে অক্ষয় কুমারের মতো সুপারস্টারের বিপরীতে দেখা যায় তাঁকে । সহজ নয়, তবে করে দেখিয়েছেন কিয়ারা । নিজের এই জার্নিটা নিয়ে কী বললেন তিনি ?

"আমার জন্য প্রতিটা ছবি ম্যাটার করে । ক্য়ারিয়ারের প্রথম ছবিটাও যতটা গুরুত্বপূর্ণ ছিল, 'কবীর সিং' বা 'লাস্ট স্টোরিজ়'-ও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ । লোকে বলে ওই ছবিগুলো আমার টার্নিং পয়েন্ট । আমার কাছে এই প্রত্য়েকটা ছবি নিয়েই পুরো জার্নিটা, খুব স্পেশাল জার্নি ", আইএএনএস-কে বললেন কিয়ারা ।

আরও পড়ুন : সোনু সুদ "স্বভাবসিদ্ধ অপরাধী", বম্বে হাইকোর্টে বলল বিএমসি

কিয়ারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ইন্দু কি জওয়ানি' । লকডাউনের পর যখন সিনেমা হল খোলে, তখন সেখানেই মুক্তি পায় ছবিটি । যদিও দর্শক এখনও সেভাবে হলমুখী হচ্ছে না, তবুও সিনেমা হলেই ইন্দুর গল্প রিলিজ় করার সিদ্ধান্ত নেয় নির্মাতারা ।

কিয়ারার ঝুলিতে রয়েছে আরও অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট । 'শেরশাহ', 'ভুলভুলাইয়া 2', 'যুগ যুগ জিও'-র মতো ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করবেন তিনি । তাঁর জার্নি আরও স্পেশাল হয়ে উঠবে । আশায় অনুরাগীরা ।

মুম্বই : 2014 সালে 'ফাগলি' দিয়ে বলিউডে ডেবিউ করেন কিয়ারা আদবানী । আর আজ, এই 2021 সালের মধ্যে অক্ষয় কুমারের মতো সুপারস্টারের বিপরীতে দেখা যায় তাঁকে । সহজ নয়, তবে করে দেখিয়েছেন কিয়ারা । নিজের এই জার্নিটা নিয়ে কী বললেন তিনি ?

"আমার জন্য প্রতিটা ছবি ম্যাটার করে । ক্য়ারিয়ারের প্রথম ছবিটাও যতটা গুরুত্বপূর্ণ ছিল, 'কবীর সিং' বা 'লাস্ট স্টোরিজ়'-ও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ । লোকে বলে ওই ছবিগুলো আমার টার্নিং পয়েন্ট । আমার কাছে এই প্রত্য়েকটা ছবি নিয়েই পুরো জার্নিটা, খুব স্পেশাল জার্নি ", আইএএনএস-কে বললেন কিয়ারা ।

আরও পড়ুন : সোনু সুদ "স্বভাবসিদ্ধ অপরাধী", বম্বে হাইকোর্টে বলল বিএমসি

কিয়ারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ইন্দু কি জওয়ানি' । লকডাউনের পর যখন সিনেমা হল খোলে, তখন সেখানেই মুক্তি পায় ছবিটি । যদিও দর্শক এখনও সেভাবে হলমুখী হচ্ছে না, তবুও সিনেমা হলেই ইন্দুর গল্প রিলিজ় করার সিদ্ধান্ত নেয় নির্মাতারা ।

কিয়ারার ঝুলিতে রয়েছে আরও অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট । 'শেরশাহ', 'ভুলভুলাইয়া 2', 'যুগ যুগ জিও'-র মতো ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করবেন তিনি । তাঁর জার্নি আরও স্পেশাল হয়ে উঠবে । আশায় অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.