মুম্বই : বিকাশ বহল পরিচালিত 'কুইন' বা 'সুপার 30' খুবই প্রশংসা পেয়েছে দর্শকের দরবারে । এবার তাঁর পরবর্তী ছবি নিয়েও একটি জল্পনা শুরু হয়েছে । শোনা যাচ্ছে বিকাশের পরবর্তী ছবিতে অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ।
ছবির নাম নিয়েও একটা আন্দাজ শুরু হয়েছে । সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ছবির নাম 'ড্যাডলি' । একটি শোকসভাকে কেন্দ্র করে সেই ছবি । ধীরে ধীরে ছবির মুখ্য চরিত্রগুলো নিজেদের আবিষ্কার করতে থাকে ছবির গল্প ধরে ।
ছবির বিষয় যা-ই হোক, অমিতাভ আর ক্যাটরিনার এই নতুন কাস্টিংয় নিয়ে উত্তেজিত দর্শক । তবে ছবির শুটিং এখন বিশ বাঁও জলে ।