মুম্বই : বলিউডে ক্যাটরিনা কাইফ আর অক্ষয় কুমারের জুটি বেশ সফল। তবুও 'সূর্যবংশী' ছবিতে অক্ষয়ের বিপরীতে কাজ করা নিয়ে সন্দেহ ছিল ক্যাটরিনার মনে। কেন?
অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফ এর আগে সাতটি ছবিতে কাজ করেছেন। তাঁদের একসঙ্গে করা শেষ কাজ ২০১০ সালে 'তিস মার খান' ছবিতে। তারপর এই ২০১৯ সালে তাঁরা একসঙ্গে রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে কাজ করতে চলেছেন। ব্যবধানটা ৯ বছরের। আর এই ব্যবধানটাই ভাবাচ্ছিল ক্যাটরিনাকে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ক্যাটরিনা বলেন, "আমি খুব উত্তেজিত ছিলাম। তবে আমি এটাও ভেবেছিলাম যে, কেমন হবে অভিজ্ঞতা? ভেবেছিলাম হয়তো অস্বস্তিকর হবে ব্যাপারটা। কারণ আমরা ৯ বছর পর একসঙ্গে অভিনয় করতে চলেছি। অনেকটা সময় এটা।"
কিন্তু প্রথম দৃশ্যের শুটিং হওয়ার পর থেকেই সেই অস্বস্তি কেটে গেছে ক্যাটরিনার। উলটে তিনি বললেন, "অক্ষয় একজন দারুণ কো-স্টার।" ২০২০ সালের ইদে মুক্তি পাবে 'সূর্যবংশী'।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">