ETV Bharat / sitara

নকল অ্যাকাউন্ট খুলে লুকিয়ে স্টক করেন রণবীর? - undefined

সোশাল মিডিয়া থেকে দূরে থাকেন রণবীর, এমনই শোনা যেত। তবে এখন শোনা যাচ্ছে অন্য নামে নিজে একটা অ্যাকাউন্ট চালান 'রকস্টার' কাপুর।

রণবীর কাপুর
author img

By

Published : May 6, 2019, 7:34 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় একেবারেই দেখা যায় না রণবীর কাপুরকে। নিজের কোনও অফিশিয়াল অ্যাকাউন্ট নেই তাঁর। তিনি আড়ালে থাকতেই ভালোবাসেন। এতদিন ধরে এই ধারণাগুলোই ছিল সাধারণ মানুষের। তবে শোনা যাচ্ছে সোশাল মিডিয়া নিয়ে তিনি রীতিমতো ওয়াকিবহাল। জানালেন রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

আরবাজ় খানের এক চ্য়াট শোয়ে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানে আরবাজ় তাঁকে প্রশ্ন করেন, "তোমার কি কোনও অন্য অ্যাকাউন্ট আছে? যেটার মাধ্যমে তুমি স্টক কর।" এই প্রশ্নতে ক্যাটরিনা চমকে ওঠেন, বলেন "না না একেবারেই না। তবে রণবীরের আছে। আমি জানি।"

আরও পড়ুন : ৩৬ বছরের জন্মদিন কীভাবে কাটাবেন ক্যাটরিনা?

শুধু এটুকুই নয়, ক্যাটরিনা এটাও বলেন যে, "রণবীরই আমায় ইনস্টাগ্রাম ব্যবহার করতে শিখিয়েছে।" ২০১৭ সালে ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন আর তারপর থেকে তাঁর ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২১.৫ মিলিয়নে।

প্রায় সাত বছর ডেট করার পর ব্রেকআপ হয়ে যায় রণবীর-ক্যাটরিনার। রণবীর এখন আলিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই ব্রেকআপের পর ক্যাটরিনার নাম জড়ায়নি কারোর সঙ্গে। কিন্তু, ক্যাটরিনা এটাও স্বীকার করেন যে, এই ব্রেকআপ তাঁকে অনেক কিছু শিখিয়েছে, তিনি নিজেকে ভালোবাসতে শিখেছেন।

মুম্বই : সোশাল মিডিয়ায় একেবারেই দেখা যায় না রণবীর কাপুরকে। নিজের কোনও অফিশিয়াল অ্যাকাউন্ট নেই তাঁর। তিনি আড়ালে থাকতেই ভালোবাসেন। এতদিন ধরে এই ধারণাগুলোই ছিল সাধারণ মানুষের। তবে শোনা যাচ্ছে সোশাল মিডিয়া নিয়ে তিনি রীতিমতো ওয়াকিবহাল। জানালেন রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

আরবাজ় খানের এক চ্য়াট শোয়ে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানে আরবাজ় তাঁকে প্রশ্ন করেন, "তোমার কি কোনও অন্য অ্যাকাউন্ট আছে? যেটার মাধ্যমে তুমি স্টক কর।" এই প্রশ্নতে ক্যাটরিনা চমকে ওঠেন, বলেন "না না একেবারেই না। তবে রণবীরের আছে। আমি জানি।"

আরও পড়ুন : ৩৬ বছরের জন্মদিন কীভাবে কাটাবেন ক্যাটরিনা?

শুধু এটুকুই নয়, ক্যাটরিনা এটাও বলেন যে, "রণবীরই আমায় ইনস্টাগ্রাম ব্যবহার করতে শিখিয়েছে।" ২০১৭ সালে ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন আর তারপর থেকে তাঁর ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২১.৫ মিলিয়নে।

প্রায় সাত বছর ডেট করার পর ব্রেকআপ হয়ে যায় রণবীর-ক্যাটরিনার। রণবীর এখন আলিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই ব্রেকআপের পর ক্যাটরিনার নাম জড়ায়নি কারোর সঙ্গে। কিন্তু, ক্যাটরিনা এটাও স্বীকার করেন যে, এই ব্রেকআপ তাঁকে অনেক কিছু শিখিয়েছে, তিনি নিজেকে ভালোবাসতে শিখেছেন।

Intro:ইউটিউব এ 1000 মিলিয়ন ভিউয়ার্স পেল সিম্বা ছবির আখ মারে গানটি

অমিত চক্রবর্তী,কলকাতা: 2019 কুমার শানুর গানের ফলোয়ার সংখ্যা ছুলো এক নতুন মাইলস্টোন। কারণ রোহিত শেঠি পরিচালিত সিম্বা ছবির জন্য তিনি মিকা সিং ও নেহা কাক্কারের সঙ্গে আখ মারে ও লারকি আখ মারে গানটি নতুন করে রিমিক্স ভার্সন এ গলা মিলিয়েছিলেন। আর যে গানটি ইতিমধ্যে ইউটিউব এ 1000 মিলিয়ন ভিউয়ার্স দের দেখা হয়ে গেছে। এই গানটি প্রথম বার শ্রোতারা শুনতে পেয়েছিলেন 1996 সালে জয় আগস্টইন পরিচালিত ও অমিতাভ বচ্চন প্রযোজিত তেরে মেরে স্বপ্নে ছবিতে। যেখানে এই গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। নব্বইয়ের দশক থেকে যে শানু- সাইক্লোনের শুরু, সাড়ে তিন দশক পেরিয়ে গিয়েও যা আজও অব্যাহত। এ প্রসঙ্গে আজ কলকাতায় এক নতুন মেগা সিরিয়ালের টাইটেল সং রেকর্ডিং উপলক্ষে এসেছিলেন স্বয়ং গায়ক কুমার শানু।


Body:তার গানের এই অভূতপূর্ব সাফল্য সম্পর্কে বলিউডের বাঙালি গায়ক বা আমাদের সকলের প্রিয় কুমার শানু জানালেন, এটা আমার কাছে খুবই আনন্দের খবর কারণ, আখ মারে গানটা ইতিমধ্যে ইউটিউবে 1000 মিলিয়ন ভিউয়ার হয়ে গেছে। এটা আমাদের ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড। কারণ আজ পর্যন্ত কোন গানের ক্ষেত্রে এরকম 1000 মিলিয়ন ভিউয়ার হয়নি। আমার এই সংগীত জীবনের ত্রিশ বছর পরে এ রকম একটি সাফল্য পেয়ে খুবই ভালো লাগছে।


Conclusion:

For All Latest Updates

TAGGED:

Kumar Shanu
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.