মুম্বই : সোশাল মিডিয়ায় একেবারেই দেখা যায় না রণবীর কাপুরকে। নিজের কোনও অফিশিয়াল অ্যাকাউন্ট নেই তাঁর। তিনি আড়ালে থাকতেই ভালোবাসেন। এতদিন ধরে এই ধারণাগুলোই ছিল সাধারণ মানুষের। তবে শোনা যাচ্ছে সোশাল মিডিয়া নিয়ে তিনি রীতিমতো ওয়াকিবহাল। জানালেন রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
আরবাজ় খানের এক চ্য়াট শোয়ে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানে আরবাজ় তাঁকে প্রশ্ন করেন, "তোমার কি কোনও অন্য অ্যাকাউন্ট আছে? যেটার মাধ্যমে তুমি স্টক কর।" এই প্রশ্নতে ক্যাটরিনা চমকে ওঠেন, বলেন "না না একেবারেই না। তবে রণবীরের আছে। আমি জানি।"
আরও পড়ুন : ৩৬ বছরের জন্মদিন কীভাবে কাটাবেন ক্যাটরিনা?
শুধু এটুকুই নয়, ক্যাটরিনা এটাও বলেন যে, "রণবীরই আমায় ইনস্টাগ্রাম ব্যবহার করতে শিখিয়েছে।" ২০১৭ সালে ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন আর তারপর থেকে তাঁর ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২১.৫ মিলিয়নে।
প্রায় সাত বছর ডেট করার পর ব্রেকআপ হয়ে যায় রণবীর-ক্যাটরিনার। রণবীর এখন আলিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই ব্রেকআপের পর ক্যাটরিনার নাম জড়ায়নি কারোর সঙ্গে। কিন্তু, ক্যাটরিনা এটাও স্বীকার করেন যে, এই ব্রেকআপ তাঁকে অনেক কিছু শিখিয়েছে, তিনি নিজেকে ভালোবাসতে শিখেছেন।