ETV Bharat / sitara

এই বিবাহিত অভিনেত্রীর মতো স্ত্রী পেতে চান কার্তিক - কার্তিক আরিয়ানের খবর

নিজের স্ত্রীয়ের মধ্যে কী কী বৈশিষ্ট্য চান কার্তিক আরিয়ান ? কেমন নারীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি ? জবাব দিলেন অভিনেতা ।

kartik aryan on deepika padukone
kartik aryan on deepika padukone
author img

By

Published : Jun 5, 2020, 9:27 AM IST

মুম্বই : সারা আলি খান আর কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিল সোশাল মিডিয়া । তারপর সারার জায়গায় আসেন অনন্যা পাণ্ডে । কার্তিক আর অনন্যাকে নিয়েও কম জল্পনা হয়নি । তবে নিজের ফিউচার ওয়াইফ হিসেবে এই দুই অভিনেত্রীর মতো কাউকে চান না কার্তিক । সবাইকে চমকে দিয়ে দীপিকা পাড়ুকোনের নাম নিলেন অভিনেতা ।

হ্যাঁ, দীপিকার মতো স্ত্রী চান কার্তিক । এক ভার্চুয়াল কথোপকথনে অনুরাগীদের এমনটাই বললেন অভিনেতা ।

kartik aryan on deepika padukone
.

তবে কেন দীপিকা ? সেই কারণও খুলে বলেছেন কার্তিক । তিনি বলেন, "আমার মনে হয়, দীপিকা পাড়ুকোনের মতো কাউকে স্ত্রী হিসেবে চাই । ও যেরকম, সেরকম কেউ । যে নিজের স্বামীকে শো করবে সবার সামনে ।"

একদিক থেকে ঠিকই বলেছেন কার্তিক । বিয়ের আগে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে দীপিকা কখনও মুখ খোলেননি । তবে বিয়ের পর তিনি খুবই খোলামেলা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ।

রণবীরের জন্য রান্না করা থেকে শুরু করে তাঁকে চুমু খাওয়া, সবকিছুই দীপিকা শেয়ার করেন সোশাল মিডিয়ায় । আর ঠিক এমন স্ত্রী-ই চান কার্তিক ।

কার্তিকের স্বপ্ন কি সফল হবে ? উত্তর দেবে সময় ।

মুম্বই : সারা আলি খান আর কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিল সোশাল মিডিয়া । তারপর সারার জায়গায় আসেন অনন্যা পাণ্ডে । কার্তিক আর অনন্যাকে নিয়েও কম জল্পনা হয়নি । তবে নিজের ফিউচার ওয়াইফ হিসেবে এই দুই অভিনেত্রীর মতো কাউকে চান না কার্তিক । সবাইকে চমকে দিয়ে দীপিকা পাড়ুকোনের নাম নিলেন অভিনেতা ।

হ্যাঁ, দীপিকার মতো স্ত্রী চান কার্তিক । এক ভার্চুয়াল কথোপকথনে অনুরাগীদের এমনটাই বললেন অভিনেতা ।

kartik aryan on deepika padukone
.

তবে কেন দীপিকা ? সেই কারণও খুলে বলেছেন কার্তিক । তিনি বলেন, "আমার মনে হয়, দীপিকা পাড়ুকোনের মতো কাউকে স্ত্রী হিসেবে চাই । ও যেরকম, সেরকম কেউ । যে নিজের স্বামীকে শো করবে সবার সামনে ।"

একদিক থেকে ঠিকই বলেছেন কার্তিক । বিয়ের আগে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে দীপিকা কখনও মুখ খোলেননি । তবে বিয়ের পর তিনি খুবই খোলামেলা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ।

রণবীরের জন্য রান্না করা থেকে শুরু করে তাঁকে চুমু খাওয়া, সবকিছুই দীপিকা শেয়ার করেন সোশাল মিডিয়ায় । আর ঠিক এমন স্ত্রী-ই চান কার্তিক ।

কার্তিকের স্বপ্ন কি সফল হবে ? উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.