ETV Bharat / sitara

'ভুল ভুলাইয়া ২'-র পোস্টারে তান্ত্রিক বেশে কার্তিক - kartik aryaan

13 বছর পর 'ভুল ভুলাইয়া'-র সিকুয়েল তৈরি হচ্ছে । 'ভুল ভুলাইয়া ২'-র পোস্টার ও নিজের ফার্স্ট লুক শেয়ার করলেন অভিনেতা কার্তিক আরিয়ান ।

ভুল ভুলাইয়া ২
author img

By

Published : Aug 19, 2019, 12:13 PM IST

মুম্বই : 13 বছর পর তৈরি হচ্ছে 'ভুল ভুলাইয়া'-র সিকুয়েল 'ভুল ভুলাইয়া ২' । তবে ছবিতে এবার অক্ষয় কুমারের জায়গায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে । আজ মুক্তি পেল ছবির পোস্টার । সঙ্গে সামনে এল কার্তিকের ফার্স্ট লুক ।

সোশাল মিডিয়ায় নিজের ফার্স্ট লুক শেয়ার করে কার্তিক ক্যাপশনে লেখেন, "ভুতেদের তাড়াতে ভিতরে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি । হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম ।" ইনস্টাগ্রামে কার্তিকের শেয়ার করা ছবিটি লাখের বেশি লাইকস পেয়ে গেছে ।

2007 সালে মুক্তিপ্রাপ্ত 'ভুল ভুলাইয়া'-তে ছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, অমীষা প্যাটেল, সাইনি আহুজা ও পরেশ রাওয়াল । ছবিটিকে দর্শকরা খুবই পছন্দ করেছিল ।

'ভুল ভুলাইয়া ২'-র পরিচালনার দায়িত্ব এবার দেওয়া হয়েছে অনীস বজ়মির উপর । ছবিটির প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার ও মুরাদ খেতানী ।

ছবিটি সামনের বছর 31 জুলাই মুক্তি পাবে । তবে ছবিতে কার্তিকের বিপরীতে কোন অভিনেত্রী রয়েছেন তা এখনও রহস্য দর্শকের কাছে ।

মুম্বই : 13 বছর পর তৈরি হচ্ছে 'ভুল ভুলাইয়া'-র সিকুয়েল 'ভুল ভুলাইয়া ২' । তবে ছবিতে এবার অক্ষয় কুমারের জায়গায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে । আজ মুক্তি পেল ছবির পোস্টার । সঙ্গে সামনে এল কার্তিকের ফার্স্ট লুক ।

সোশাল মিডিয়ায় নিজের ফার্স্ট লুক শেয়ার করে কার্তিক ক্যাপশনে লেখেন, "ভুতেদের তাড়াতে ভিতরে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি । হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম ।" ইনস্টাগ্রামে কার্তিকের শেয়ার করা ছবিটি লাখের বেশি লাইকস পেয়ে গেছে ।

2007 সালে মুক্তিপ্রাপ্ত 'ভুল ভুলাইয়া'-তে ছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, অমীষা প্যাটেল, সাইনি আহুজা ও পরেশ রাওয়াল । ছবিটিকে দর্শকরা খুবই পছন্দ করেছিল ।

'ভুল ভুলাইয়া ২'-র পরিচালনার দায়িত্ব এবার দেওয়া হয়েছে অনীস বজ়মির উপর । ছবিটির প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার ও মুরাদ খেতানী ।

ছবিটি সামনের বছর 31 জুলাই মুক্তি পাবে । তবে ছবিতে কার্তিকের বিপরীতে কোন অভিনেত্রী রয়েছেন তা এখনও রহস্য দর্শকের কাছে ।

Intro:Body:

Bhool Bhulaiyaa 2


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.