ETV Bharat / sitara

জন্মদিনে তো ধামাকা হবেই ! - কার্তিক আরিয়ানের খবর

কার্তিক আরিয়ানের জন্মদিন বলে কথা । আর ধামাকা হবে হবে না ? অবশ্যই হবে । কার্তিকা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই ধামাকা করে বসলেন । ব্যাপারখানা কী ?

kartika aryan in dhamaka
kartika aryan in dhamaka
author img

By

Published : Nov 22, 2020, 8:10 PM IST

মুম্বই : জন্মদিনেই নিজের আগামী ফিল্মের ঘোষণা করলেন কার্তিক আরিয়ান । রাম মাধবনীর 'ধামাকা' ফিল্মে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিককে । ছবিটির একটা ফার্স্টলুক টিজ়ার শেয়ার করেছেন অভিনেতা ।

IANS-কে কার্তিক বলেন, "এই স্ক্রিপ্টটা যেন একটা মিরাকলের মতো । ন্যারেশনের সময় আমি একটা মুহূর্তের জন্য উঠতে পারিনি । অভিনেতা হিসেবে আমার একটা অন্যদিক তুলে ধরবে এই ছবিটি ।"

কী আছে 'ধামাকা'-তে ? মুম্বইয়ের উপর হওয়া সন্ত্রাসবাসী হামলার লাইভ ব্রডকাস্ট করবেন এক সাংবাদিক । আর এই সাংবাদিকের চরিত্রেই কার্তিক । বোঝা যাচ্ছে কার্তিককে এই ধরনের সিরিয়াস চরিত্রে আগে দেখা যায়নি । তাঁর ক্যারিয়ারগ্রাফে কেবলমাত্র রমকম ছবিই রয়েছে । তাই এই ছবিটি কার্তিকের ইমেজ বদলাতে পারে, বিশ্বাস অভিনেতার ।

থ্রিলার হলেও 'ধামাকা' ইমোশন আর ড্রামার সংমিশ্রনে তৈরি হবে, জানালেন পরিচালক মাধবনী । ছবিটির টিজ়ার শেয়ার করে কার্তিক লিখেছেন, "আজ আমার জন্মদিন, ধামাকা তো হবেই..."

দেখে নিন টিজ়ার

মুম্বই : জন্মদিনেই নিজের আগামী ফিল্মের ঘোষণা করলেন কার্তিক আরিয়ান । রাম মাধবনীর 'ধামাকা' ফিল্মে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিককে । ছবিটির একটা ফার্স্টলুক টিজ়ার শেয়ার করেছেন অভিনেতা ।

IANS-কে কার্তিক বলেন, "এই স্ক্রিপ্টটা যেন একটা মিরাকলের মতো । ন্যারেশনের সময় আমি একটা মুহূর্তের জন্য উঠতে পারিনি । অভিনেতা হিসেবে আমার একটা অন্যদিক তুলে ধরবে এই ছবিটি ।"

কী আছে 'ধামাকা'-তে ? মুম্বইয়ের উপর হওয়া সন্ত্রাসবাসী হামলার লাইভ ব্রডকাস্ট করবেন এক সাংবাদিক । আর এই সাংবাদিকের চরিত্রেই কার্তিক । বোঝা যাচ্ছে কার্তিককে এই ধরনের সিরিয়াস চরিত্রে আগে দেখা যায়নি । তাঁর ক্যারিয়ারগ্রাফে কেবলমাত্র রমকম ছবিই রয়েছে । তাই এই ছবিটি কার্তিকের ইমেজ বদলাতে পারে, বিশ্বাস অভিনেতার ।

থ্রিলার হলেও 'ধামাকা' ইমোশন আর ড্রামার সংমিশ্রনে তৈরি হবে, জানালেন পরিচালক মাধবনী । ছবিটির টিজ়ার শেয়ার করে কার্তিক লিখেছেন, "আজ আমার জন্মদিন, ধামাকা তো হবেই..."

দেখে নিন টিজ়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.