ETV Bharat / sitara

জন্মদিনে কার্তিককে সারপ্রাইজ় বাবা-মায়ের - Kartik Aaryan birthday

কেক কাটার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কার্তিক । ছবির ক্যাপশনে লেখেন "যব মাম্মি পাপা নে বার্থডে পে সারপ্রাইজ় কিয়া"।

gf
author img

By

Published : Nov 22, 2019, 3:25 PM IST

Updated : Nov 22, 2019, 3:45 PM IST

মুম্বই : আজ 29-এ পা দিলেন কার্তিক আরিয়ান । আর জন্মদিনে তাঁকে সারপ্রাইজ় দেন অভিভাবকরা ।

এই মুহূর্তে বেশ কয়েকটি প্রোজেক্ট রয়েছে কার্তিকের হাতে । সম্প্রতি 'পতি পত্নি অউর উয়ো'-র শুটিং শেষ করেছেন তিনি । এছাড়া 'দোস্তানা ২'-এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন । তাই জন্মদিন উপলক্ষ্যে অভিভাবকরা ঠিক করেন তাঁকে সারপ্রাইজ় দেবেন । সেইমতো সব আয়োজনও করেছিলেন তাঁরা । কেক, বেলুন, ছোটোবেলার বিভিন্ন ফোটো ও মোমবাতি দিয়ে সাজিয়েছিলেন টেবিল । কেকের উপর লেখাছিল 'কোকোই'।

কেক কাটার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কার্তিক । ছবির ক্যাপশনে লেখেন "যব মাম্মি পাপা নে বার্থডে পে সারপ্রাইজ় কিয়া"।

শোনা যাচ্ছে অনন্যা পান্ডের সঙ্গে প্রেম করছেন কার্তিক । তবে সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই । এর আগে নাকি সারা আলি খানের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর । কিন্তু, কাজ নিয়ে তাঁরা এতটাই ব্যস্ত হয়ে যান যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন ।

এরপর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কার্তিক বলেছিলেন এ বিষয়ে তাঁর মাকে জিজ্ঞাসা করতে হবে । আসলে কাজ নিয়ে এখন খুবই ব্যস্ত তিনি । তাই এইসব বিষয় নিয়ে ভাবছেন না ।

মুম্বই : আজ 29-এ পা দিলেন কার্তিক আরিয়ান । আর জন্মদিনে তাঁকে সারপ্রাইজ় দেন অভিভাবকরা ।

এই মুহূর্তে বেশ কয়েকটি প্রোজেক্ট রয়েছে কার্তিকের হাতে । সম্প্রতি 'পতি পত্নি অউর উয়ো'-র শুটিং শেষ করেছেন তিনি । এছাড়া 'দোস্তানা ২'-এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন । তাই জন্মদিন উপলক্ষ্যে অভিভাবকরা ঠিক করেন তাঁকে সারপ্রাইজ় দেবেন । সেইমতো সব আয়োজনও করেছিলেন তাঁরা । কেক, বেলুন, ছোটোবেলার বিভিন্ন ফোটো ও মোমবাতি দিয়ে সাজিয়েছিলেন টেবিল । কেকের উপর লেখাছিল 'কোকোই'।

কেক কাটার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কার্তিক । ছবির ক্যাপশনে লেখেন "যব মাম্মি পাপা নে বার্থডে পে সারপ্রাইজ় কিয়া"।

শোনা যাচ্ছে অনন্যা পান্ডের সঙ্গে প্রেম করছেন কার্তিক । তবে সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই । এর আগে নাকি সারা আলি খানের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর । কিন্তু, কাজ নিয়ে তাঁরা এতটাই ব্যস্ত হয়ে যান যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন ।

এরপর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কার্তিক বলেছিলেন এ বিষয়ে তাঁর মাকে জিজ্ঞাসা করতে হবে । আসলে কাজ নিয়ে এখন খুবই ব্যস্ত তিনি । তাই এইসব বিষয় নিয়ে ভাবছেন না ।

Intro:Body:Conclusion:
Last Updated : Nov 22, 2019, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.