ETV Bharat / sitara

মানবিক করিনা, UNICEF-কে সাহায্য করার আর্জি অভিনেত্রীর - করিনা কাপুরের Unicef

মানবিক করিনা কাপুর । UNICEF-কে সাহায্য করার আর্জি অভিনেত্রীর ।

kareena kapoor to help unprivileged
kareena kapoor to help unprivileged
author img

By

Published : Jun 26, 2020, 4:27 PM IST

মুম্বই : পৃথিবী জুড়ে অনেক বাচ্চা অপুষ্টির শিকার । প্রতিদিনের নূন্যতম খারাবটুকু তারা পায় না । কী দোষ করেছে ওই সরল শিশুগুলো ? আমরা কি একটু সাহায্য করতে পারি না ? প্রশ্ন তুললেন করিনা কাপুর ।

দিদি করিশ্মা কাপুরের সঙ্গে একটি ছোটোবেলার ছবি শেয়ার করেছেন করিনা । হাতে প্লেট ভরতি খাবার । নিজের ছেলেবেলার কথা মনে করে সেই অভুক্ত শিশুগুলোর পাশে দাঁড়ানোর কথা ভাবলেন করিনা । শুরু করলেন '#ChildhoodChallenge' ।

কী সেই চ্যালেঞ্জ ? এই চ্যালেঞ্জের মারফৎ কেউ চাইলে UNICEF-কে সাহায্য করতে পারেন, যে সংস্থা শিশুদের পুষ্টি বা শিক্ষার উন্নয়ণ নিয়ে বিশ্বব্যাপী কাজ করে থাকে । যাঁরা চাইবেন, তাঁরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের জন্মসালের সমান অর্থ দান করবেন UNICEF-কে ।

সকলকে এই উদ্যোগে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন অভিনেত্রী । করিনার এই উদ্যোগের তারিফ করেছেন একাধিক বলিউড সেলেব্রিটি । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : পৃথিবী জুড়ে অনেক বাচ্চা অপুষ্টির শিকার । প্রতিদিনের নূন্যতম খারাবটুকু তারা পায় না । কী দোষ করেছে ওই সরল শিশুগুলো ? আমরা কি একটু সাহায্য করতে পারি না ? প্রশ্ন তুললেন করিনা কাপুর ।

দিদি করিশ্মা কাপুরের সঙ্গে একটি ছোটোবেলার ছবি শেয়ার করেছেন করিনা । হাতে প্লেট ভরতি খাবার । নিজের ছেলেবেলার কথা মনে করে সেই অভুক্ত শিশুগুলোর পাশে দাঁড়ানোর কথা ভাবলেন করিনা । শুরু করলেন '#ChildhoodChallenge' ।

কী সেই চ্যালেঞ্জ ? এই চ্যালেঞ্জের মারফৎ কেউ চাইলে UNICEF-কে সাহায্য করতে পারেন, যে সংস্থা শিশুদের পুষ্টি বা শিক্ষার উন্নয়ণ নিয়ে বিশ্বব্যাপী কাজ করে থাকে । যাঁরা চাইবেন, তাঁরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের জন্মসালের সমান অর্থ দান করবেন UNICEF-কে ।

সকলকে এই উদ্যোগে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন অভিনেত্রী । করিনার এই উদ্যোগের তারিফ করেছেন একাধিক বলিউড সেলেব্রিটি । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.