ETV Bharat / sitara

ঋদ্ধিমার জন্মদিনে উপস্থিত "পরিবার", কোরোনা পরিস্থিতিতেই জমল পার্টি - রণবীর কাপুর

ঋদ্ধিমা কাপুরের 40 তম জন্মদিনে হাজির তাঁর পরিবার । রণবীর কাপুর, নীতু কাপুর, করিশ্মা-করিনা কাপুরের সঙ্গে সেই "পরিবার"-এ সামিল আলিয়া ভাটও । ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ।

kareena kapoor khan latest news
kareena kapoor khan latest news
author img

By

Published : Sep 15, 2020, 9:49 AM IST

মুম্বই : বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন ঋদ্ধিমার । স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত মেয়ের । তবে বেশিক্ষণ মন খারাপ করতে দিলেন না তাঁর পরিবারের মানুষগুলো । কোরোনা পরিস্থিতিতেই আয়োজন করা হল পার্টির ।

তবে পার্টিতে আমন্ত্রিতের সংখ্যা বেশি নয় । পরিবারের লোকজনের মধ্যেই সীমাবদ্ধ আয়োজন । মা নীতু কাপুর আর ভাই রণবীর কাপুর তো রয়েছেনই । সঙ্গে ঋদ্ধিমার পরিবারের মধ্যে এখন আলিয়া ভাটও অন্তর্ভুক্ত হয়ে গেছেন ।

সোশাল মিডিয়ায় পার্টির কিছু ছবি দিয়েছেন ঋদ্ধিমা । রণবীর-আলিয়ার সঙ্গে সেলফি তুলেছেন বার্থডে গার্ল । অন্য একটি ছবিতে আবার দেখা গেল কাপুল সিস্টার করিনা-করিশ্মাকে । প্রেগনেন্ট করিনা রীতিমতো গ্লো করছেন ছবিতে ।

ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, "ফ্যামিলি..." । তবে নিন্দুকদের ট্রোল আর সমালোচনা থেকে বাঁচতে কমেন্ট সেকশনটা বন্ধ রেখেছেন ঋষি-কন্যা । যা অবস্থা, দেখা গেল এই পার্টি নিয়েও 'নেপোটিজ়ম বিরোধী' কথাবার্তা শুরু হয়ে গেল !

দেখে নিন পোস্ট...

মুম্বই : বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন ঋদ্ধিমার । স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত মেয়ের । তবে বেশিক্ষণ মন খারাপ করতে দিলেন না তাঁর পরিবারের মানুষগুলো । কোরোনা পরিস্থিতিতেই আয়োজন করা হল পার্টির ।

তবে পার্টিতে আমন্ত্রিতের সংখ্যা বেশি নয় । পরিবারের লোকজনের মধ্যেই সীমাবদ্ধ আয়োজন । মা নীতু কাপুর আর ভাই রণবীর কাপুর তো রয়েছেনই । সঙ্গে ঋদ্ধিমার পরিবারের মধ্যে এখন আলিয়া ভাটও অন্তর্ভুক্ত হয়ে গেছেন ।

সোশাল মিডিয়ায় পার্টির কিছু ছবি দিয়েছেন ঋদ্ধিমা । রণবীর-আলিয়ার সঙ্গে সেলফি তুলেছেন বার্থডে গার্ল । অন্য একটি ছবিতে আবার দেখা গেল কাপুল সিস্টার করিনা-করিশ্মাকে । প্রেগনেন্ট করিনা রীতিমতো গ্লো করছেন ছবিতে ।

ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, "ফ্যামিলি..." । তবে নিন্দুকদের ট্রোল আর সমালোচনা থেকে বাঁচতে কমেন্ট সেকশনটা বন্ধ রেখেছেন ঋষি-কন্যা । যা অবস্থা, দেখা গেল এই পার্টি নিয়েও 'নেপোটিজ়ম বিরোধী' কথাবার্তা শুরু হয়ে গেল !

দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.