ETV Bharat / sitara

তইমুরের সঙ্গে মাটির কাছাকাছি করিনা - kareena kapoor pottery

ছেলে তইমুরকে নিয়ে হিমাচলপ্রদেশের ধর্মশালায় সময় কাটাচ্ছেন করিনা কাপুর খান । শহরের কংক্রিট জীবন থেকে অনেক দূরে গ্রাম্য জীবনের পাঠ দিচ্ছেন তিনি তইমুরকে । নিজেদের হাতে করে মাটির পাত্র তৈরিতে ব্যস্ত মা-ছেলে ।

kareena kapoor with taimur ali khan
kareena kapoor with taimur ali khan
author img

By

Published : Nov 24, 2020, 5:59 PM IST

মুম্বই : মুম্বইতে পাপারাৎজ়িদের তৎপরতায় তইমুরকে নিয়ে বেরোনো মুশকিল । সে যেখানেই যাবে সেখানেই হাজির হবে হাজার হাজার ক্যামেরা । তবে এই দুনিয়া থেকে অনেক দূরে ছেলের একটা স্বাভাবিক শৈশবের খোঁজে থাকেন মা করিনা ।

তাই মাঝেমধ্যেই নিজেদের পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে চলে যান তিনি আর সইফ । এবারের দিওয়ালিতে তাঁরা গেলেন হিমাচলপ্রদেশের ধর্মশালায় । সেখানে সইফের ছবির শুটিং চলছে । তইমুরের সঙ্গে মাটির কাছাকাছি সাধারণ জীবন কাটাচ্ছেন তাঁরা সেখানে ।

আজই দেখা গেল তইমুরের সঙ্গে মাটির পাত্র তৈরিতে ব্যস্ত করিনা । হাতে মাটি মাখামাখি দু'জনের । নতুন কিছু ট্রাই করতে পেরে বেজায় খুশি তইমুরও । সে সবাইকে হাত তুলে তুলে দেখাচ্ছে ।

ভিডিয়োটি শেয়ার করে তইমুর লিখেছেন, "এই ছোটো মানুষটার সঙ্গে পট পট পটারি...ধরমকোট স্টুডিয়োতে এমনই সব দারুণ ব্যাপার রয়েছে ।" দেখে নিন করিনার পোস্ট..

মুম্বই : মুম্বইতে পাপারাৎজ়িদের তৎপরতায় তইমুরকে নিয়ে বেরোনো মুশকিল । সে যেখানেই যাবে সেখানেই হাজির হবে হাজার হাজার ক্যামেরা । তবে এই দুনিয়া থেকে অনেক দূরে ছেলের একটা স্বাভাবিক শৈশবের খোঁজে থাকেন মা করিনা ।

তাই মাঝেমধ্যেই নিজেদের পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে চলে যান তিনি আর সইফ । এবারের দিওয়ালিতে তাঁরা গেলেন হিমাচলপ্রদেশের ধর্মশালায় । সেখানে সইফের ছবির শুটিং চলছে । তইমুরের সঙ্গে মাটির কাছাকাছি সাধারণ জীবন কাটাচ্ছেন তাঁরা সেখানে ।

আজই দেখা গেল তইমুরের সঙ্গে মাটির পাত্র তৈরিতে ব্যস্ত করিনা । হাতে মাটি মাখামাখি দু'জনের । নতুন কিছু ট্রাই করতে পেরে বেজায় খুশি তইমুরও । সে সবাইকে হাত তুলে তুলে দেখাচ্ছে ।

ভিডিয়োটি শেয়ার করে তইমুর লিখেছেন, "এই ছোটো মানুষটার সঙ্গে পট পট পটারি...ধরমকোট স্টুডিয়োতে এমনই সব দারুণ ব্যাপার রয়েছে ।" দেখে নিন করিনার পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.