মুম্বই : মুম্বইতে পাপারাৎজ়িদের তৎপরতায় তইমুরকে নিয়ে বেরোনো মুশকিল । সে যেখানেই যাবে সেখানেই হাজির হবে হাজার হাজার ক্যামেরা । তবে এই দুনিয়া থেকে অনেক দূরে ছেলের একটা স্বাভাবিক শৈশবের খোঁজে থাকেন মা করিনা ।
তাই মাঝেমধ্যেই নিজেদের পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে চলে যান তিনি আর সইফ । এবারের দিওয়ালিতে তাঁরা গেলেন হিমাচলপ্রদেশের ধর্মশালায় । সেখানে সইফের ছবির শুটিং চলছে । তইমুরের সঙ্গে মাটির কাছাকাছি সাধারণ জীবন কাটাচ্ছেন তাঁরা সেখানে ।
আজই দেখা গেল তইমুরের সঙ্গে মাটির পাত্র তৈরিতে ব্যস্ত করিনা । হাতে মাটি মাখামাখি দু'জনের । নতুন কিছু ট্রাই করতে পেরে বেজায় খুশি তইমুরও । সে সবাইকে হাত তুলে তুলে দেখাচ্ছে ।
ভিডিয়োটি শেয়ার করে তইমুর লিখেছেন, "এই ছোটো মানুষটার সঙ্গে পট পট পটারি...ধরমকোট স্টুডিয়োতে এমনই সব দারুণ ব্যাপার রয়েছে ।" দেখে নিন করিনার পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">