মুম্বই : অভিনেত্রী ও সঞ্চালিকার পর এবার নতুন ভূমিকায় দেখা গেল করিনা কাপুর খানকে । বই লিখলেন তিনি । হবু মায়েদের জন্য লেখা তাঁর বইয়ের নাম 'করিনা কাপুর খান'স প্রেগন্যান্সি বাইবেল'। আর তইমুরের চার বছরের জন্মদিনেই বইয়ের কথা ঘোষণা করলেন তিনি ।
ইনস্টাগ্রামে একটি বইয়ের কভারটি শেয়ার করেন করিনা । সেখানে তাঁর কার্টুন অবয়ব তুলে ধরা হয়েছে । আর তার ক্যাপশনে লেখেন, "হবু মায়েদের জন্য আমার নতুন বই 'করিনা কাপুর খান'স প্রেগন্যান্সি বাইবেল' ঘোষণা করার জন্য আজকের দিনটি একেবারে সঠিক । এই বইতে মর্নিং সিকনেস থেকে শুরু করে হবু মায়েদের ডায়েট, ফিটনেস সব কিছু নিয়েই কথা বলব । বইটি আপনাদের পড়ার অপেক্ষায় আছি । 2021 সালে জাগারনাট বুকস প্রকাশনা এই বই প্রকাশ করবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
চার বছর আগে প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন করিনা । সেই অভিজ্ঞতার কথা একাধিক সাক্ষাৎকারেই জানিয়েছেন । এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি । চলতি বছরের অগাস্টেই একথা ঘোষণা করেছিলেন এই তারকা দম্পতি । আগামী বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেনে করিনা । আর তার আগে মা হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে বই লিখলেন বেবো ।
কাজের দিক থেকে এই মুহূর্তে কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি করিনা । তবে কয়েকমাস আগেই 'লাল সিং চাড্ডা'-র শুটিং শেষ করেছেন তিনি । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এটি আসলে হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক ।