মুম্বই : MAMI মুভি মেলার একটি সেশনে করণ জোহরের সঞ্চালনায় করিনা কাপুর ও আলিয়া ভাটের আলাপচারিতা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেই সেশনেই একজন সিনিয়র হিসেবে করিনা কাপুর জুনিয়র আলিয়াকে দিলেন বিশেষ উপদেশ।
নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী আলিয়া। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে করিনা আলিয়াকে এক মূল্যবান উপদেশ দেন। তিনি বলেন যে, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার দৌড়ে নিজের প্রতিভার কদর নিজেকেই করতে হবে। 39 বছরের করিনা 26 বছরের আলিয়াকে বলেন, "সস্তায় সেটাকে (প্রতিভা) বিক্রি কোরো না।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
করিনা নিজেও সব সময় নিজের প্রতিভার কদর করে এসেছেন। তাই হয়তো ইন্ডাস্ট্রিতে তাঁর 'অ্যারোগেন্ট' তকমা প্রচলিত। নিজের টার্মসের বাইরে তিনি কিছুই করেন না। এই প্রসঙ্গে বলতে গেলে করিনার একটা সংলাপ মনে চলে আসে...'জব উই মেট' ছবিতে তাঁরই মুখে শোনা গেছিল "ম্যাঁ আপনি ফেবরিট হুঁ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অন্যদিকে আলিয়া ইন্ডাস্ট্রিতে নবাগতা হলেও নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছেন। জনপ্রিয়তা বজায় রাখতে বড় পরদায় শুধুমাত্র নিজের মুখটা দেখানোর জন্য তিনি অপ্রয়োজনীয় চরিত্র চয়ন করেন না। তার প্রমাণ 'রাজ়ি' বা 'গালি বয়'-র মতো ছবিতে তাঁর জোরালো পারফর্মেন্স।