ETV Bharat / sitara

আমি সিঙ্গল পেরেন্ট নই : সোশাল মিডিয়ায় অকপট করণ - করণ জোহরের মা

দুই সন্তানের সিঙ্গল পেরেন্ট করণ জোহর । তবে পৃথিবী যা-ই বলুক, করণ সিঙ্গল পেরেন্ট নন, সোশাল মিডিয়ায় নিজেই জানালেন এই কথা ।

Karan Johar about single parenting
Karan Johar about single parenting
author img

By

Published : Feb 7, 2020, 12:06 PM IST

মুম্বই : গতকাল ছিল করণের দুই সন্তান যশ আর রুহির জন্মদিন । ছেলেমেয়ের জন্মদিনে নিজের মা'কে ধন্য়বাদ জানালেন পরিচালক । জানালেন পৃথিবীর চোখে তিনি সিঙ্গল পেরেন্ট হলেও, আদপে তা একেবারেই নন । কারণ, তাঁর মা না থাকলে তিনি কখনই একজন বাবা হয়ে উঠতে পারতেন না ।

করণ লিখেছেন, "সামাজিক ভাবে আমি একজন সিঙ্গল পেরেন্ট । তবে আসলে আমি তা একেবারেই নই । আমার মা আমার সঙ্গে সমান তালে যশ আর রুহিকে মানুষ করে তুলছেন । মায়ের সমর্থন ছাড়া আমি কখনই এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না ।"

করণ আরও লিখেছেন, "ওরা আর তিন বছর পূর্ণ করলো এবং যত দিন যাচ্ছে আমরা আরও বেশি করে গর্বিত হচ্ছি ওদের জন্য । রুহি আর যশ আমাদের জীবন পূর্ণ করেছে, এই বিশ্বকে ধন্যবাদ জানাই আমরা ।"

যশ-রুহির জন্মদিনে চিল্লার পার্টির আয়োজন করেছিলেন করণ । তইমুর, ইনায়া, ইব্রাম, সহ বলিউডের সমস্ত স্টারকিডরা চুটিয়ে মজা করেছে সেই পার্টিতে । উপস্থিত ছিলেন বাচ্চাদের বাবা-মারাও ।

মুম্বই : গতকাল ছিল করণের দুই সন্তান যশ আর রুহির জন্মদিন । ছেলেমেয়ের জন্মদিনে নিজের মা'কে ধন্য়বাদ জানালেন পরিচালক । জানালেন পৃথিবীর চোখে তিনি সিঙ্গল পেরেন্ট হলেও, আদপে তা একেবারেই নন । কারণ, তাঁর মা না থাকলে তিনি কখনই একজন বাবা হয়ে উঠতে পারতেন না ।

করণ লিখেছেন, "সামাজিক ভাবে আমি একজন সিঙ্গল পেরেন্ট । তবে আসলে আমি তা একেবারেই নই । আমার মা আমার সঙ্গে সমান তালে যশ আর রুহিকে মানুষ করে তুলছেন । মায়ের সমর্থন ছাড়া আমি কখনই এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না ।"

করণ আরও লিখেছেন, "ওরা আর তিন বছর পূর্ণ করলো এবং যত দিন যাচ্ছে আমরা আরও বেশি করে গর্বিত হচ্ছি ওদের জন্য । রুহি আর যশ আমাদের জীবন পূর্ণ করেছে, এই বিশ্বকে ধন্যবাদ জানাই আমরা ।"

যশ-রুহির জন্মদিনে চিল্লার পার্টির আয়োজন করেছিলেন করণ । তইমুর, ইনায়া, ইব্রাম, সহ বলিউডের সমস্ত স্টারকিডরা চুটিয়ে মজা করেছে সেই পার্টিতে । উপস্থিত ছিলেন বাচ্চাদের বাবা-মারাও ।

Intro:Body:

আমি সিঙ্গল পেরেন্ট নই : সোশাল মিডিয়ায় অকপট করণ



দুই সন্তানের সিঙ্গল পেরেন্ট করণ জোহর । তবে পৃথিবী যা-ই বলুক, করণ সিঙ্গল পেরেন্ট নন, সোশাল মিডিয়ায় নিজেই জানালেন এই কথা ।



মুম্বই : গতকাল ছিল করণের দুই সন্তান যশ আর রুহির জন্মদিন । ছেলেমেয়ের জন্মদিনে নিজের মা'কে ধন্য়বাদ জানালেন পরিচালক । জানালেন পৃথিবীর চোখে তিনি সিঙ্গল পেরেন্ট হলেও, আদপে তা একেবারেই নন । কারণ, তাঁর মা না থাকলে তিনি কখনই একজন বাবা হয়ে উঠতে পারতেন না ।



করণ লিখেছেন, "সামাজিক ভাবে আমি একজন সিঙ্গল পেরেন্ট । তবে আসলে আমি তা একেবারেই নই । আমার মা আমার সঙ্গে সমান তালে যশ আর রুহিকে মানুষ করে তুলছেন । মায়ের সমর্থন ছাড়া আমি কখনই এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না ।"



করণ আরও লিখেছেন, "ওরা আর তিন বছর পূর্ণ করলো এবং যত দিন যাচ্ছে আমরা আরও বেশি করে গর্বিত হচ্ছি ওদের জন্য । রুহি আর যশ আমাদের জীবন পূর্ণ করেছে, এই বিশ্বকে ধন্যবাদ জানাই আমরা ।"



যশ-রুহির জন্মদিনে চিল্লার পার্টির আয়োজন করেছিলেন করণ । তইমুর, ইনায়া, ইব্রাম, সহ বলিউডের সমস্ত স্টারকিডরা চুটিয়ে মজা করেছে সেই পার্টিতে । উপস্থিত ছিলেন বাচ্চাদের বাবা-মারাও ।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.