ETV Bharat / sitara

খোলা চিঠিতে মধুরের কাছে ক্ষমা চাইলেন করণ - karan johar latest news

করণ জোহরের পরবর্তী ওয়েব শো 'ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াভস'- নামটি মধুর ভান্ডারকরের আসন্ন প্রোজেক্ট 'বলিউড ওয়াইভস' দ্বারা অনুপ্রাণিত । এই মর্মে করণের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছিলেন মধুর । এবার খোলা চিঠিতে মধুরের কাছে ক্ষমা চাইলেন করণ ।

karan johar apologising madhur bhandarkar
karan johar apologising madhur bhandarkar
author img

By

Published : Nov 26, 2020, 9:36 PM IST

মুম্বই : টাইটেল চুরির অভিযোগে করণ জোহরকে সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছিলেন মধুর ভান্ডারকর । তিনি 'বলিউড ওয়াইভস' বলে একটি প্রজেক্ট শুরু করেছেন জানার পরও করণ তাঁর নতুন ওয়েব শোয়ের নাম রাখেন 'ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াভস' । মধুর এই অভিযোগ তোলার পর মুখ খুললেন করণও ।

খোলা চিঠিতে করণ লিখেছেন, "আমাদের সম্পর্ক অনেকদিনের আর আমরা অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত । আমি আপনার কাজের খুব বড় প্রশংসক এবং সবসময় আপনাকে শুভেচ্ছা জানিয়ে এসেছি ।"

এবার মূল বক্তব্যে ঢুকেছেন করণ । তিনি জানিয়েছেন যে, 'ফ্যাবিউলাস লাইভস' বলে একটি বড় ওয়েব সিরিজ়ের একটা ছোটো পার্ট হল 'ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াভস' । এরপর আরও অনেকগুলো পার্ট আসবে 'ফ্যাবিউলাস লাইভস' ফ্র্যাঞ্চাইজ়ির । এটি একটি রিয়েলিটি ভিত্তিক সিরিজ় হতে চলেছে ।

তাই প্রকৃতিগত দিক থেকে হোক বা ফরম্যাটের দিক থেকে, দর্শক হোক বা টাইটেল.. সবদিক থেকে মধুরের 'বলিউড ওয়াইভস'-এর থেকে আলাদা হতে চলেছে করণের শো । চিঠিতে এই বিষয়টাই পরিষ্কার করে লিখেছেন প্রযোজক-পরিচালক করণ ।

সঙ্গে মধুরের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন করণ । কাউকে সমস্যায় ফেলার কোনও উদ্দেশ্য ছিল না করণের, জানিয়ে দিয়েছেন তিনি । দেখে নিন...

এবার মধুর কী উত্তর দেন সেটাই দেখার ।

মুম্বই : টাইটেল চুরির অভিযোগে করণ জোহরকে সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছিলেন মধুর ভান্ডারকর । তিনি 'বলিউড ওয়াইভস' বলে একটি প্রজেক্ট শুরু করেছেন জানার পরও করণ তাঁর নতুন ওয়েব শোয়ের নাম রাখেন 'ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াভস' । মধুর এই অভিযোগ তোলার পর মুখ খুললেন করণও ।

খোলা চিঠিতে করণ লিখেছেন, "আমাদের সম্পর্ক অনেকদিনের আর আমরা অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত । আমি আপনার কাজের খুব বড় প্রশংসক এবং সবসময় আপনাকে শুভেচ্ছা জানিয়ে এসেছি ।"

এবার মূল বক্তব্যে ঢুকেছেন করণ । তিনি জানিয়েছেন যে, 'ফ্যাবিউলাস লাইভস' বলে একটি বড় ওয়েব সিরিজ়ের একটা ছোটো পার্ট হল 'ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াভস' । এরপর আরও অনেকগুলো পার্ট আসবে 'ফ্যাবিউলাস লাইভস' ফ্র্যাঞ্চাইজ়ির । এটি একটি রিয়েলিটি ভিত্তিক সিরিজ় হতে চলেছে ।

তাই প্রকৃতিগত দিক থেকে হোক বা ফরম্যাটের দিক থেকে, দর্শক হোক বা টাইটেল.. সবদিক থেকে মধুরের 'বলিউড ওয়াইভস'-এর থেকে আলাদা হতে চলেছে করণের শো । চিঠিতে এই বিষয়টাই পরিষ্কার করে লিখেছেন প্রযোজক-পরিচালক করণ ।

সঙ্গে মধুরের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন করণ । কাউকে সমস্যায় ফেলার কোনও উদ্দেশ্য ছিল না করণের, জানিয়ে দিয়েছেন তিনি । দেখে নিন...

এবার মধুর কী উত্তর দেন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.