ETV Bharat / sitara

শাহরুখ তাঁর কাছে কতটা? সাম্প্রতিক পোস্টে জানালেন করণ - শাহরুখ খানের খবর

আজ কিং খান শাহরুখ খানের জন্মদিন। 54 বছরে পা দিলেন তিনি। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগপ্রবণ করণ জোহর।

Karan Johar on Shah Rukh Khan's Birth Day
author img

By

Published : Nov 2, 2019, 2:33 PM IST

মুম্বই : করণের সঙ্গে শাহরুখের বন্ধুত্ব বহুদিনের। করণের প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্য়ায়' থেকেই শাহরুখ-করণ জুটি জনপ্রিয়তার শিখরে পৌঁছয়। এরপর ধীরে ধীরে 'কভি আলবিদা না কহেনা', 'মাই নেম ইজ় খান', 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর মতো ছবিতে তাঁর পরিচালনায় অভিনয় করেছেন শাহরুখ। তবে তাঁদের বন্ধুত্ব শুধুমাত্র প্রফেশনাল ক্ষেত্রেই নয়, পারিবারিক ক্ষেত্র অবধি বিস্তারিত। করণের সাম্প্রতিক পোস্টেও প্রমাণিত হল সেই কথা।

নিজেদের কিছু থ্রোব্যাক ছবি শেয়ার করে করণ লিখেছেন, "হ্যাপি বার্থডে ভাই..আমি জানি না আমাদের সম্পর্ক বোঝাতে এই শব্দগুলো যথেষ্ট কিনা...বিশেষ করে সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে যেখানে অনেক নৈঃশব্দ রয়েছে।"

করণ লিখেছেন, "আমার জীবনে একটা বিশাল অনুপ্রেরণা তুমি। তুমি আমার পরিবারের মতোই আমায় উপদেশ দিয়ে সঠিক পথে চালনা করেছ। তোমার সঙ্গে আমার জার্নি আমার ক্যারিয়ারের সবথেকে সুন্দর অধ্যায় হয়ে থাকবে। আরও অনেক সুন্দর মুহূর্ত আসবে।"

করণের লেখা প্রতিটা শব্দের মধ্যে প্রকাশ পেয়েছে শাহরুখের প্রতি তাঁর ভালোবাসা-বিশ্বাস ও কৃতজ্ঞতা। দেখে নিন সেই পোস্ট...

মুম্বই : করণের সঙ্গে শাহরুখের বন্ধুত্ব বহুদিনের। করণের প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্য়ায়' থেকেই শাহরুখ-করণ জুটি জনপ্রিয়তার শিখরে পৌঁছয়। এরপর ধীরে ধীরে 'কভি আলবিদা না কহেনা', 'মাই নেম ইজ় খান', 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর মতো ছবিতে তাঁর পরিচালনায় অভিনয় করেছেন শাহরুখ। তবে তাঁদের বন্ধুত্ব শুধুমাত্র প্রফেশনাল ক্ষেত্রেই নয়, পারিবারিক ক্ষেত্র অবধি বিস্তারিত। করণের সাম্প্রতিক পোস্টেও প্রমাণিত হল সেই কথা।

নিজেদের কিছু থ্রোব্যাক ছবি শেয়ার করে করণ লিখেছেন, "হ্যাপি বার্থডে ভাই..আমি জানি না আমাদের সম্পর্ক বোঝাতে এই শব্দগুলো যথেষ্ট কিনা...বিশেষ করে সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে যেখানে অনেক নৈঃশব্দ রয়েছে।"

করণ লিখেছেন, "আমার জীবনে একটা বিশাল অনুপ্রেরণা তুমি। তুমি আমার পরিবারের মতোই আমায় উপদেশ দিয়ে সঠিক পথে চালনা করেছ। তোমার সঙ্গে আমার জার্নি আমার ক্যারিয়ারের সবথেকে সুন্দর অধ্যায় হয়ে থাকবে। আরও অনেক সুন্দর মুহূর্ত আসবে।"

করণের লেখা প্রতিটা শব্দের মধ্যে প্রকাশ পেয়েছে শাহরুখের প্রতি তাঁর ভালোবাসা-বিশ্বাস ও কৃতজ্ঞতা। দেখে নিন সেই পোস্ট...

Intro:Body:

শাহরুখ তাঁর কাছে কতটা? সাম্প্রতিক পোস্টে জানালেন করণ



আজ কিং খান শাহরুখ খানের জন্মদিন। 54 বছরে পা দিলেন তিনি। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগপ্রবণ করণ জোহর।



মুম্বই : করণের সঙ্গে শাহরুখের বন্ধুত্ব বহুদিনের। করণের প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্য়ায়' থেকেই শাহরুখ-করণ জুটি জনপ্রিয়তার শিখরে পৌঁছয়। এরপর ধীরে ধীরে 'কভি আলবিদা না কহেনা', 'মাই নেম ইজ় খান', 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর মতো ছবিতে তাঁর পরিচালনায় অভিনয় করেছেন শাহরুখ। তবে তাঁদের বন্ধুত্ব শুধুমাত্র প্রফেশনাল ক্ষেত্রেই নয়, পারিবারিক ক্ষেত্র অবধি বিস্তারিত। করণের সাম্প্রতিক পোস্টেও প্রমাণিত হল সেই কথা।



নিজেদের কিছু থ্রোব্যাক ছবি শেয়ার করে করণ লিখেছেন, "হ্যাপি বার্থডে ভাই..আমি জানি না আমাদের সম্পর্ক বোঝাতে এই শব্দগুলো যথেষ্ট কিনা...বিশেষ করে সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে যেখানে অনেক নৈঃশব্দ রয়েছে।"



করণ লিখেছেন, "আমার জীবনে একটা বিশাল অনুপ্রেরণা তুমি। তুমি আমার পরিবারের মতোই আমায় উপদেশ দিয়ে সঠিক পথে চালনা করেছ। তোমার সঙ্গে আমার জার্নি আমার ক্যারিয়ারের সবথেকে সুন্দর অধ্যায় হয়ে থাকবে। আরও অনেক সুন্দর মুহূর্ত আসবে।"



করণের লেখা প্রতিটা শব্দের মধ্যে প্রকাশ পেয়েছে শাহরুখের প্রতি তাঁর ভালোবাসা-বিশ্বাস ও কৃতজ্ঞতা। দেখে নিন সেই পোস্ট...  




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.