ETV Bharat / sitara

বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের কাছে ক্ষমা চাইলেন কপিল

বিবাহবার্ষিকীর দিন স্ত্রীয়ের কাছে ক্ষমা চাইলেন কপিল শর্মা । কিন্তু কেন ?

Kapil sharma anniversary
Kapil sharma anniversary
author img

By

Published : Dec 12, 2020, 5:42 PM IST

মুম্বই : বিয়ের পর দু'বছর কেটে গেল কপিল আর গিনির । আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী । তবে আজও কাজের থেকে কোনও ছুটি পাননি কপিল । গিনির কাছে তাই ক্ষমা চেয়ে নিলেন তিনি ।

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন কপিল । ভ্যানিটি ভ্যানে তোলা সেই ছবি । শো করার জন্য প্রস্তুত অভিনেতা । তার আগে ছোট্ট করে ক্ষমা চেয়ে নিলেন গিনির কাছে...নিজের স্বভাবসিদ্ধ রসিকতার সুরেই ।

কপিল লিখেছেন, "সরি বেবি গিনি । আমাদের বিবাহবার্ষিকীর দিনও আমায় কাজ করতে হচ্ছে । উপহার দিতে হলে উপার্জন তো করতেই হবে । হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ । সন্ধেবেলায় দেখা হচ্ছে ।"

সন্ধেতে কী প্ল্যান দম্পতির ? না, সেই সারপ্রাইজ় ফাঁস করেননি কপিল । দেখে নিন তাঁর পোস্ট...

কপিল শর্মা ও গিনি শর্মাকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা ETV ভারতের পক্ষ থেকে ।

মুম্বই : বিয়ের পর দু'বছর কেটে গেল কপিল আর গিনির । আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী । তবে আজও কাজের থেকে কোনও ছুটি পাননি কপিল । গিনির কাছে তাই ক্ষমা চেয়ে নিলেন তিনি ।

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন কপিল । ভ্যানিটি ভ্যানে তোলা সেই ছবি । শো করার জন্য প্রস্তুত অভিনেতা । তার আগে ছোট্ট করে ক্ষমা চেয়ে নিলেন গিনির কাছে...নিজের স্বভাবসিদ্ধ রসিকতার সুরেই ।

কপিল লিখেছেন, "সরি বেবি গিনি । আমাদের বিবাহবার্ষিকীর দিনও আমায় কাজ করতে হচ্ছে । উপহার দিতে হলে উপার্জন তো করতেই হবে । হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ । সন্ধেবেলায় দেখা হচ্ছে ।"

সন্ধেতে কী প্ল্যান দম্পতির ? না, সেই সারপ্রাইজ় ফাঁস করেননি কপিল । দেখে নিন তাঁর পোস্ট...

কপিল শর্মা ও গিনি শর্মাকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা ETV ভারতের পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.