লক্ষ্ণৌ : কয়েকদিন আগে কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর । আপাতত লক্ষ্ণৌতে বাবা-মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি । তবে একইসঙ্গে মিস করছেন তাঁর তিন সন্তানকে, যারা এখন গায়িকার কাছে নেই ।
কণিকার তিন সন্তান আয়ানা, সামারা আর যুবরাজ । তাদের একটি থ্রোব্যাক ছবি দিয়েছেন কণিকা ।
ক্যাপশনে লিখেছেন, "তোমাদের খুব মিস করছি.." সঙ্গে একটি উক্তিও শেয়ার করেছেন কণিকা, যেখানে লেখা "তোমার কাছে যা আছে, তা যদি ভালোবাস, তাহলে তোমার কাছে সব আছে ।"
দেখে নিন কণিকার পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোরোনা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোরোনা মুক্ত কণিকা । তবে কিছু রক্তে হিমোগ্লোবিন কম থাকার কারণে এখনই সেটা করতে পারবেন না তিনি, জানিয়েছিলেন কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর MLB ভাট । তবে অপেক্ষায় আছেন কণিকা ।