লক্ষ্ণৌ : কণিকা কাপুরকে নিয়ে খবরের শেষ নেই । কোরোনা আক্রান্ত হওয়ার পর বারবার আক্রমণ করা হয়েছে গায়িকাকে । FIR হয়েছে তাঁর বিরুদ্ধে । আর এখন কোরোনামুক্ত হওয়ার পর তাঁর বাড়িতে না থাকা নিয়ে ছড়াচ্ছে অনেক গুজব । জবাব দিলেন কণিকা ।
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি । লিখেছেন, "জানি আমায় নিয়ে অনেক গল্প তৈরি হচ্ছে । আমি চুপ রয়েছি বলে অনেকে আরও বেশি করে গুজব ছড়াচ্ছেন । আমি ভুল বলে চুপ করে থাকিনি, বরং আমি চেয়েছিলাম সত্যিটা সামনে আসুক আর মানুষ নিজেই তাদের ভুল বুঝতে পারুক ।"
এরপর কণিকা জানিয়েছেন যে, "আমি লক্ষ্ণৌতে আমার বাড়িতে আছি । আর বাবা-মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছি ।"
বোল্ড অক্ষরে কণিকা এটাও লিখেছেন যে, "UK, মুম্বই আর লক্ষ্ণৌতে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, প্রত্য়েকের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে ।" কোনও মানুষের উপর বারবার আক্রমণ করলেও বাস্তবটা বদলে যায় না, এই বলে চিঠি শেষ করেছেন কণিকা ।
দেখে নিন তাঁর পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">