ETV Bharat / sitara

রক্তে হিমোগ্লোবিন কম, এখনই প্লাজ়মা দিতে পারবেন না কণিকা - কণিকা কাপুরের খবর

কোরোনা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোরোনা মুক্ত কণিকা কাপুর । তবে কিছু শারীরিক সমস্যার কারণে এখনই সেটা করতে পারবেন না তিনি, জানালেন কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর MLB ভাট ।

kanika kapoor to wait for plasma donation
kanika kapoor to wait for plasma donation
author img

By

Published : Apr 28, 2020, 10:17 PM IST

লক্ষ্ণৌ : কোরোনার চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কণিকা কাপুর । KGMU-র ডাক্তাররা স্বাগত জানিয়েছিলেন তাঁর সিদ্ধান্তকে । তবে রক্তে হিমোগ্লোবিন কম থাকায় এখনই প্লাজ়মা দান করতে পারবেন না গায়িকা ।

ভাট PTI-কে জানিয়েছেন, "কণিকা কাপুরের রক্তপরীক্ষা করা হয়েছে । প্রায় সমস্ত প্য়ারামিটারই ঠিক আছে । তবে রক্তে হিমোগ্লোবিন কম থাকায় এখনই ওঁর প্লাজ়মা নেওয়া যাবে না । কয়েকদিন অপেক্ষা করতে হবে ওঁকে ।"

kanika kapoor to wait for plasma donation
.

KGMU-এর ট্রান্সফিউশন মেডিসিনের হেড তুলিকা চন্দ্র জানিয়েছেন, "প্লাজ়মা ডোনেট করতে পারবেন কিনা দেখার জন্য কণিকা কাপুরের রক্তপরীক্ষা করা হয়েছে । রিপোর্ট পজ়িটিভ এসেছে । কিন্তু, তাও ওঁকে কিছুদিন অপেক্ষা করতে হবে ।" বেশি কিছু ভাঙতে চাননি তুলিকা ।

কয়েকদিন আগে কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর । লক্ষ্ণৌতে বাবা-মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি । সেই ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন গায়িকা ।

লক্ষ্ণৌ : কোরোনার চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কণিকা কাপুর । KGMU-র ডাক্তাররা স্বাগত জানিয়েছিলেন তাঁর সিদ্ধান্তকে । তবে রক্তে হিমোগ্লোবিন কম থাকায় এখনই প্লাজ়মা দান করতে পারবেন না গায়িকা ।

ভাট PTI-কে জানিয়েছেন, "কণিকা কাপুরের রক্তপরীক্ষা করা হয়েছে । প্রায় সমস্ত প্য়ারামিটারই ঠিক আছে । তবে রক্তে হিমোগ্লোবিন কম থাকায় এখনই ওঁর প্লাজ়মা নেওয়া যাবে না । কয়েকদিন অপেক্ষা করতে হবে ওঁকে ।"

kanika kapoor to wait for plasma donation
.

KGMU-এর ট্রান্সফিউশন মেডিসিনের হেড তুলিকা চন্দ্র জানিয়েছেন, "প্লাজ়মা ডোনেট করতে পারবেন কিনা দেখার জন্য কণিকা কাপুরের রক্তপরীক্ষা করা হয়েছে । রিপোর্ট পজ়িটিভ এসেছে । কিন্তু, তাও ওঁকে কিছুদিন অপেক্ষা করতে হবে ।" বেশি কিছু ভাঙতে চাননি তুলিকা ।

কয়েকদিন আগে কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর । লক্ষ্ণৌতে বাবা-মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি । সেই ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন গায়িকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.