ETV Bharat / sitara

চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ছবি করতে চান কঙ্গনা

প্রাচীন ভারতে বিখ্যাত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ছবি করতে চান কঙ্গনা রানাওয়াত ।

Kangna Ranaut willing to make Chandragupta Maurya
Kangna Ranaut willing to make Chandragupta Maurya
author img

By

Published : Jan 22, 2020, 1:25 PM IST

মুম্বই : 2019 সালে 'মণিকর্ণিকা' ছবিতে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা । এছাড়াও বিভিন্ন জায়গায় তাঁর ইতিহাসপ্রীতির কথা প্রকাশ করেছেন অভিনেত্রী । এবার জানালেন যে, চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ছবি তৈরি করতে চান তিনি ।

সম্প্রতি বিহারে এক হিন্দি পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে কঙ্গনা ভোজপুরি গানের সুরে ভোজপুরি অভিনেতা রবি-কিষাণের সঙ্গে একটি নাচ পারফর্ম করেন । তারপর দু'জনে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেন । কথায় কথায় কঙ্গনা জানান যে, এই নিয়ে দ্বিতীয় বার বিহারে আসছেন কঙ্গনা ।

Kangna Ranaut willing to make Chandragupta Maurya
.

তিনি বলেন, "প্রথমবার যখন এসেছিলাম তখন আমি বাচ্চা ছিলাম । তাই এই রাজ্য়ের সৌন্দর্য এক্সপ্লোর করার সুযোগ পাইনি । আমার যোগগুরুর বাড়ি এখানে, তাই একটা অন্যরকম কানেক্ট খুঁজে পাচ্ছি ।"

এরপর কঙ্গনাকে প্রশ্ন করা হয়, বিহারের কোন ঐতিহাসিক চরিত্র অবলম্বনে তৈরি ছবির অংশ হতে চান তিনি ? উত্তরে অভিনেত্রী বলেন, "সেটা অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য হবে । ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমাদের ইতিহাসকে যতটা গুরুত্ব দেওয়ার ছিল ততটা দেওয়া হয়নি ।"

Kangna Ranaut willing to make Chandragupta Maurya
.

এরপর কিষাণ কঙ্গনাকে প্রশ্ন করেন যে, তিনি হঠাৎ এত মোটা হলেন কী করে..উত্তরে অভিনেত্রী বলেন তাঁর আসন্ন ছবি 'থালাইভি'-র জন্যই পুট অন করেছেন তিনি । 'থালাইভি' ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা ।

মুম্বই : 2019 সালে 'মণিকর্ণিকা' ছবিতে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা । এছাড়াও বিভিন্ন জায়গায় তাঁর ইতিহাসপ্রীতির কথা প্রকাশ করেছেন অভিনেত্রী । এবার জানালেন যে, চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ছবি তৈরি করতে চান তিনি ।

সম্প্রতি বিহারে এক হিন্দি পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে কঙ্গনা ভোজপুরি গানের সুরে ভোজপুরি অভিনেতা রবি-কিষাণের সঙ্গে একটি নাচ পারফর্ম করেন । তারপর দু'জনে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেন । কথায় কথায় কঙ্গনা জানান যে, এই নিয়ে দ্বিতীয় বার বিহারে আসছেন কঙ্গনা ।

Kangna Ranaut willing to make Chandragupta Maurya
.

তিনি বলেন, "প্রথমবার যখন এসেছিলাম তখন আমি বাচ্চা ছিলাম । তাই এই রাজ্য়ের সৌন্দর্য এক্সপ্লোর করার সুযোগ পাইনি । আমার যোগগুরুর বাড়ি এখানে, তাই একটা অন্যরকম কানেক্ট খুঁজে পাচ্ছি ।"

এরপর কঙ্গনাকে প্রশ্ন করা হয়, বিহারের কোন ঐতিহাসিক চরিত্র অবলম্বনে তৈরি ছবির অংশ হতে চান তিনি ? উত্তরে অভিনেত্রী বলেন, "সেটা অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য হবে । ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমাদের ইতিহাসকে যতটা গুরুত্ব দেওয়ার ছিল ততটা দেওয়া হয়নি ।"

Kangna Ranaut willing to make Chandragupta Maurya
.

এরপর কিষাণ কঙ্গনাকে প্রশ্ন করেন যে, তিনি হঠাৎ এত মোটা হলেন কী করে..উত্তরে অভিনেত্রী বলেন তাঁর আসন্ন ছবি 'থালাইভি'-র জন্যই পুট অন করেছেন তিনি । 'থালাইভি' ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা ।

Intro:Body:

চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ছবি করতে চান কঙ্গনা



প্রাচীন ভারতে বিখ্যাত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ছবি করতে চান কঙ্গনা রানাওয়াত ।



মুম্বই : 2019 সালে 'মণিকর্ণিকা' ছবিতে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা । এছাড়াও বিভিন্ন জায়গায় তাঁর ইতিহাসপ্রীতির কথা প্রকাশ করেছেন অভিনেত্রী । এবার জানালেন যে, চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ছবি তৈরি করতে চান তিনি ।



সম্প্রতি বিহারে এক হিন্দি পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে কঙ্গনা ভোজপুরি গানের সুরে ভোজপুরি অভিনেতা রবি-কিষাণের সঙ্গে একটি নাচ পারফর্ম করেন । তারপর দু'জনে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেন । কথায় কথায় কঙ্গনা জানান যে, এই নিয়ে দ্বিতীয় বার বিহারে আসছেন কঙ্গনা ।



তিনি বলেন, "প্রথমবার যখন এসেছিলাম তখন আমি বাচ্চা ছিলাম । তাই এই রাজ্য়ের সৌন্দর্য এক্সপ্লোর করার সুযোগ পাইনি । আমার যোগগুরুর বাড়ি এখানে, তাই একটা অন্যরকম কানেক্ট খুঁজে পাচ্ছি ।"



এরপর কঙ্গনাকে প্রশ্ন করা হয়, বিহারের কোন ঐতিহাসিক চরিত্র অবলম্বনে তৈরি ছবির অংশ হতে চান তিনি ? উত্তরে অভিনেত্রী বলেন, "সেটা অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য হবে । ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমাদের ইতিহাসকে যতটা গুরুত্ব দেওয়ার ছিল ততটা দেওয়া হয়নি ।"



এরপর কিষাণ কঙ্গনাকে প্রশ্ন করেন যে, তিনি হঠাৎ এত মোটা হলেন কী করে..উত্তরে অভিনেত্রী বলেন তাঁর আসন্ন ছবি 'থালাইভি'-র জন্যই পুট অন করেছেন তিনি । 'থালাইভি' ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.