ETV Bharat / sitara

স্বাধীনতা দিবসে কঙ্গনার বার্তা - কঙ্গনা রানাওয়াতের খবর

স্বাধীনতা দিবসে সোশাল মিডিয়া তিরঙ্গার রঙে সেজে উঠেছে । সেলেব থেকে শুরু করে সমস্ত নেটিজেনরা দিনটিকে সেলিব্রেট করছেন নিজেদের মতো করে । দেশাত্মবোধক সিনেমা দেখে, গান শুনে, পথশিশুদের খাইয়ে স্বাধীনতার শান্তি অনুভব করছেন । কঙ্গনা রানাওয়াতও ব্যতিক্রম নন । তিনি কীভাবে কাটালেন এই দিনটা ?

kangna ranaut on independence day
kangna ranaut on independence day
author img

By

Published : Aug 15, 2020, 4:11 PM IST

মুম্বই : পাহাড়ের মেয়ে কঙ্গনা । প্রকৃতি মায়ের কোলে তাঁর বেড়ে ওঠা । এই পৃথিবীকে আলিঙ্গন করার মধ্যেই রয়েছে স্বাধীনতার আসল মানে, মনে করেন কঙ্গনা । তাই স্বাধীনতা দিবসেও প্রকৃতির সঙ্গেই কাটালেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়া পোস্টে কঙ্গনাকে বৃক্ষরোপণ করতে দেখা গেল । গোলাপি সুতির শাড়ি পরে এক মনে বাগানে গাছ লাগালেন কঙ্গনা ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "আসুন, এমন কিছু করি যে, এই মাটিও আমাদের নিয়ে গর্ব করতে পারে । সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা । জয় হিন্দ ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

এখন মানালিতেই আছেন কঙ্গনা, তাঁর পরিবারের সঙ্গে । মুম্বই এসেই শুরু হবে তাঁর 'থালাইভি', 'ধাকড়' আর 'তেজস'-এর কাজ ।

মুম্বই : পাহাড়ের মেয়ে কঙ্গনা । প্রকৃতি মায়ের কোলে তাঁর বেড়ে ওঠা । এই পৃথিবীকে আলিঙ্গন করার মধ্যেই রয়েছে স্বাধীনতার আসল মানে, মনে করেন কঙ্গনা । তাই স্বাধীনতা দিবসেও প্রকৃতির সঙ্গেই কাটালেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়া পোস্টে কঙ্গনাকে বৃক্ষরোপণ করতে দেখা গেল । গোলাপি সুতির শাড়ি পরে এক মনে বাগানে গাছ লাগালেন কঙ্গনা ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "আসুন, এমন কিছু করি যে, এই মাটিও আমাদের নিয়ে গর্ব করতে পারে । সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা । জয় হিন্দ ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

এখন মানালিতেই আছেন কঙ্গনা, তাঁর পরিবারের সঙ্গে । মুম্বই এসেই শুরু হবে তাঁর 'থালাইভি', 'ধাকড়' আর 'তেজস'-এর কাজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.