মুম্বই : পাহাড়ের মেয়ে কঙ্গনা । প্রকৃতি মায়ের কোলে তাঁর বেড়ে ওঠা । এই পৃথিবীকে আলিঙ্গন করার মধ্যেই রয়েছে স্বাধীনতার আসল মানে, মনে করেন কঙ্গনা । তাই স্বাধীনতা দিবসেও প্রকৃতির সঙ্গেই কাটালেন অভিনেত্রী ।
সোশাল মিডিয়া পোস্টে কঙ্গনাকে বৃক্ষরোপণ করতে দেখা গেল । গোলাপি সুতির শাড়ি পরে এক মনে বাগানে গাছ লাগালেন কঙ্গনা ।
ক্যাপশনে তিনি লিখেছেন, "আসুন, এমন কিছু করি যে, এই মাটিও আমাদের নিয়ে গর্ব করতে পারে । সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা । জয় হিন্দ ।"
দেখে নিন কঙ্গনার পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এখন মানালিতেই আছেন কঙ্গনা, তাঁর পরিবারের সঙ্গে । মুম্বই এসেই শুরু হবে তাঁর 'থালাইভি', 'ধাকড়' আর 'তেজস'-এর কাজ ।