মুম্বই : গত সপ্তাহ থেকে টেলিভিশনের পরদায় ফিরেছে 'রামায়ণ' । রাম-রাবণের সেই দাস্তাঁয় ফের মজেছে দেশবাসী । তার মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত । এমনিতেই পুরাণ বা ইতিহাস নিয়ে বেশ চর্চা করেন অভিনেত্রী । অযোধ্যা নিয়ে ছবিও বানাতে চলেছেন তিনি । তার মধ্য়ে 'রামায়ণ' ফের শুরু হওয়ায় বেশ সুবিধাই হয়েছে কঙ্গনার ।
রামকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে থাকেন । কিন্তু, রাম কেন মানবসভ্যতার সবথেকে বড় আইকন ? নিজের বোধ ও বিশ্লেষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন কঙ্গনা ।
তিনি বললেন, "রাম হলেন সেই ব্য়ক্তি, যিনি তাঁর পুরো জীবনকালে আমাদের একটাই জিনিস শিখিয়েছেন, সেটা হল ত্যাগ । আমরা যারা মানুষ, যাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাদের জন্য রাম এই ত্য়াগের শিক্ষা দিয়ে গেছেন সারা জীবন ধরে ।"
কঙ্গনা যখন 19 বছরের, তখন 'ওহ লমহে' নামে একটি ফিল্ম করেন । সেখানে তাঁর চরিত্রটি সিগারেট খেত, আর তাই রিয়েল লাইফেও কঙ্গনাকে সিগারেট খাওয়া অভ্যেস করতে হয়েছিল স্ক্রিনে সেই স্বতঃস্ফূর্ততা ফুটিয়ে তুলতে । কিন্তু, সেই অভ্যেস করতে করতে সিগারেটের নেশা ধরে যায় কঙ্গনার । সেই সময় শ্রীরামের দেখানো পথ অবলম্বন করেন তিনি । ত্যাগ করেন সেই সমস্ত জিনিসকে, যেগুলো তাঁর সাময়িকভাবে ভালো লাগলেও লংটার্মে সেগুলো থেকে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল ।
রামের কথা বলতে গিয়ে মহাত্মা গান্ধির কথাও বলেন কঙ্গনা । কারণ, কোথাও গিয়ে এই দু'জনের আদর্শ এক হয়ে যায় । রাম শুধুমাত্র ত্যাগের কথা নয়, অহিংসার কথাও বলে গেছেন । গান্ধির জীবনও এই দুই আদর্শের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল । তাই কঙ্গনার কথার মাঝে মহাত্মার প্রসঙ্গও উঠে আসে ।
দেখে নিন অভিনেত্রীর ভিডিয়ো..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">