ETV Bharat / sitara

"আমার ছবি হাড় ভেঙেছে, রেকর্ডও ভেঙেছে" - কঙ্গনা রানাওয়াতের খবর

বললেন কঙ্গনা রানাওয়াত । কোন ছবির ব্যাপারে ? দু'বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি 'মণিকর্ণিকা'-কে নিয়ে এই মন্তব্য করলেন অভিনেত্রী ।

kangana ranaut on manikarnika success
kangana ranaut on manikarnika success
author img

By

Published : Jan 25, 2021, 9:32 PM IST

মুম্বই : আজ থেকে ঠিক দু'বছর আগে মুক্তি পেয়েছিল 'মণিকর্ণিকা' । ছবিটি বক্স অফিসে ঝড় বইয়ে দিয়েছিল । সমালোচকদের বিচারেও বেশ ভালো নম্বর পেয়েছিল । সর্বোপরি এই ছবি শুট করতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । তাই 'মণিকর্ণিকা'-র দু'বছরের জন্মদিনে আবেগপ্রবণ অভিনেত্রী ।

ঝাঁসির রানি মণিকর্ণিকা হয়ে উঠতে মানসিক ও শারীরিক অনেক কসরৎ করতে হয়েছিল কঙ্গনাকে । রোগা ছিপছিপে চেহারাকে যোদ্ধার উপযুক্ত করে তুলতে দিনরাত পরিশ্রম করেছিলেন তিনি । শুটিংয়ে যুদ্ধের দৃশ্যগুলোতে অভিনয় করতে গিয়ে হাড়ও ভাঙে তাঁর । আজ সেই সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে কঙ্গনার ।

"এই ছবি আমার হাড় ভেঙেছে, কুড়িটা সেলাই আর দু'টো ফ্র্যাকচার । একইসঙ্গে ছবিটি অনেক রেকর্ডও ভেঙেছে ।", লিখেছেন কঙ্গনা ।

শুধু এদেশে নয়, জাপানেও দারুণ কালেকশন হয় 'মণিকর্ণিকা'-র..মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর টুইট..

  • The movie which broke my bones, 20 stitches n two fractures also broke many records.
    Highest weekend,
    Highest single day collection,
    Third highest grosser in the long list of blockbuster woman centric films and also most successful Indian film in Japan. #2YearsofManikarnika pic.twitter.com/VeTous29nS

    — Kangana Ranaut (@KanganaTeam) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফের একবার 'মণিকর্ণিকা'-কে পরদায় নিয়ে আসছেন কঙ্গনা । তিনি ঘোষণা করেছেন তাঁর পরবর্তী ছবি 'মণিকর্ণিকা রিটার্নস : দ্য লেজেন্ড অফ দিদ্দা' । তাঁকে ফের একবার পিরিয়ড ফিল্মে দেখতে মুখিয়ে দর্শক ।

মুম্বই : আজ থেকে ঠিক দু'বছর আগে মুক্তি পেয়েছিল 'মণিকর্ণিকা' । ছবিটি বক্স অফিসে ঝড় বইয়ে দিয়েছিল । সমালোচকদের বিচারেও বেশ ভালো নম্বর পেয়েছিল । সর্বোপরি এই ছবি শুট করতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । তাই 'মণিকর্ণিকা'-র দু'বছরের জন্মদিনে আবেগপ্রবণ অভিনেত্রী ।

ঝাঁসির রানি মণিকর্ণিকা হয়ে উঠতে মানসিক ও শারীরিক অনেক কসরৎ করতে হয়েছিল কঙ্গনাকে । রোগা ছিপছিপে চেহারাকে যোদ্ধার উপযুক্ত করে তুলতে দিনরাত পরিশ্রম করেছিলেন তিনি । শুটিংয়ে যুদ্ধের দৃশ্যগুলোতে অভিনয় করতে গিয়ে হাড়ও ভাঙে তাঁর । আজ সেই সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে কঙ্গনার ।

"এই ছবি আমার হাড় ভেঙেছে, কুড়িটা সেলাই আর দু'টো ফ্র্যাকচার । একইসঙ্গে ছবিটি অনেক রেকর্ডও ভেঙেছে ।", লিখেছেন কঙ্গনা ।

শুধু এদেশে নয়, জাপানেও দারুণ কালেকশন হয় 'মণিকর্ণিকা'-র..মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর টুইট..

  • The movie which broke my bones, 20 stitches n two fractures also broke many records.
    Highest weekend,
    Highest single day collection,
    Third highest grosser in the long list of blockbuster woman centric films and also most successful Indian film in Japan. #2YearsofManikarnika pic.twitter.com/VeTous29nS

    — Kangana Ranaut (@KanganaTeam) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফের একবার 'মণিকর্ণিকা'-কে পরদায় নিয়ে আসছেন কঙ্গনা । তিনি ঘোষণা করেছেন তাঁর পরবর্তী ছবি 'মণিকর্ণিকা রিটার্নস : দ্য লেজেন্ড অফ দিদ্দা' । তাঁকে ফের একবার পিরিয়ড ফিল্মে দেখতে মুখিয়ে দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.