ETV Bharat / sitara

"পিঠে ছোরা দেওয়াই ওর স্বভাব", ফের হৃত্বিককে আক্রমণ রঙ্গোলির - super 30

হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে ঝামেলার কথা কম বেশি সকলেই জানেন। ফের একবার দু'জনের ছবি মুক্তিকে ঘিরে নতুন করে বিবাদ তৈরি হয়েছে।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : May 9, 2019, 9:44 AM IST

Updated : May 9, 2019, 11:36 AM IST

মুম্বই : ২৬ জুলাই । এই একই দিনে মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশনের 'সুপার থার্টি' ও কঙ্গনা রানাওয়াতের 'মেন্টাল হ্যায় ক্যায়া'। আর এই বিষয়কে কেন্দ্র করেই হৃত্বিককে আক্রমণ করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি।

ঘটনার সূত্রপাত ছবি দুটির মুক্তি তারিখ নিয়ে। রঙ্গোলির দাবি, কঙ্গনা একতাকে ছবির মুক্তি পিছনোর আবেদন করেছিলেন। কারণ, একই দিনে হৃত্বিকের ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু, একতা তা শোনেনি।

সম্প্রতি একতা ছবির তারিখ ঘোষণা করে একটি বিবৃতি জারি করেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, তিনি প্রযোজক তাই ছবি কবে মুক্তি পাবে না পাবে সেটা একান্ত তাঁর সিদ্ধান্ত।

  • My decision my film.....so all brickbats directed to me pls! I’m my own person !!! https://t.co/xRLtAzzzXN

    — Ekta Kapoor (@ektaravikapoor) May 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর থেকেই রঙ্গোলি একাধিক টুইট করেন। তিনি একটি টুইটে লেখেন যে হৃত্বিক প্রথম থেকেই পিঠে ছোরা দিতে পারেন। একতা তাঁর ছোটোবেলার বন্ধু। দু'জনে মিলে আলোচনা করে একই দিনে ছবি মুক্তির দিন ঠিক করেছেন।

  • What to expect from a man who always prefers to attack your back rather then meeting you in the battle field, jitna tu aur tera PR Kangana ko giraega utna he woh teri maregi.... so far it wasn’t her concern magar ab tu dekh... Jadoo. https://t.co/D4GiBqWkbI

    — Rangoli Chandel (@Rangoli_A) May 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রঙ্গোলির আরও দাবি, একতাকে কিছু বলতে পারবে না বলে কঙ্গনাকে হৃত্বিক পাঞ্চিং ব্যাগের মতো ব্যবহার করছে। যদিও এই বিষয় হৃত্বিক কোনও মন্তব্য করেননি।

একের পর এক বিতর্কে জড়াচ্ছেন কঙ্গনা। তাঁকে সমর্থন করে রঙ্গোলিও বরাবর তাঁদের আক্রমণ করেছেন। সম্প্রতি মহেশ ভাটের বিরুদ্ধেও রঙ্গোলি একাধিক অভিযোগ এনেছিলেন।

মুম্বই : ২৬ জুলাই । এই একই দিনে মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশনের 'সুপার থার্টি' ও কঙ্গনা রানাওয়াতের 'মেন্টাল হ্যায় ক্যায়া'। আর এই বিষয়কে কেন্দ্র করেই হৃত্বিককে আক্রমণ করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি।

ঘটনার সূত্রপাত ছবি দুটির মুক্তি তারিখ নিয়ে। রঙ্গোলির দাবি, কঙ্গনা একতাকে ছবির মুক্তি পিছনোর আবেদন করেছিলেন। কারণ, একই দিনে হৃত্বিকের ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু, একতা তা শোনেনি।

সম্প্রতি একতা ছবির তারিখ ঘোষণা করে একটি বিবৃতি জারি করেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, তিনি প্রযোজক তাই ছবি কবে মুক্তি পাবে না পাবে সেটা একান্ত তাঁর সিদ্ধান্ত।

  • My decision my film.....so all brickbats directed to me pls! I’m my own person !!! https://t.co/xRLtAzzzXN

    — Ekta Kapoor (@ektaravikapoor) May 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর থেকেই রঙ্গোলি একাধিক টুইট করেন। তিনি একটি টুইটে লেখেন যে হৃত্বিক প্রথম থেকেই পিঠে ছোরা দিতে পারেন। একতা তাঁর ছোটোবেলার বন্ধু। দু'জনে মিলে আলোচনা করে একই দিনে ছবি মুক্তির দিন ঠিক করেছেন।

  • What to expect from a man who always prefers to attack your back rather then meeting you in the battle field, jitna tu aur tera PR Kangana ko giraega utna he woh teri maregi.... so far it wasn’t her concern magar ab tu dekh... Jadoo. https://t.co/D4GiBqWkbI

    — Rangoli Chandel (@Rangoli_A) May 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রঙ্গোলির আরও দাবি, একতাকে কিছু বলতে পারবে না বলে কঙ্গনাকে হৃত্বিক পাঞ্চিং ব্যাগের মতো ব্যবহার করছে। যদিও এই বিষয় হৃত্বিক কোনও মন্তব্য করেননি।

একের পর এক বিতর্কে জড়াচ্ছেন কঙ্গনা। তাঁকে সমর্থন করে রঙ্গোলিও বরাবর তাঁদের আক্রমণ করেছেন। সম্প্রতি মহেশ ভাটের বিরুদ্ধেও রঙ্গোলি একাধিক অভিযোগ এনেছিলেন।

Intro:Body:

"পিঠে ছোড়া দেওয়াই ওর স্বভাব", ফের হৃত্বিককে আক্রমণ রোঙ্গলির



হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে ঝামেলার কথা কম বেশি সকলেই জানেন। ফের একবার দু'জনের ছবি মুক্তিকে ঘিরে নতুন করে বিবাদ তৈরি হয়েছে।



মুম্বই : ২৬ জুলাই । এই একই দিনে মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশনের 'সুপার থার্টি' ও কঙ্গনা রানাওয়াতের  'মেন্টাল হ্যায় ক্যায়া'। আর এই বিষয়কে কেন্দ্র করেই হৃত্বিককে আক্রমণ করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি।



ঘটনার সূত্রপাত ছবি দুটির মুক্তি তারিখ নিয়ে। রঙ্গোলির দাবি, কঙ্গনা একতাকে ছবির মুক্তি পিছনোর আবেদন করেছিলেন। কারণ, একই দিনে হৃত্বিকের ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু, একতা তা শোনেনি।



সম্প্রতি একতা ছবির তারিখ ঘোষণা করে একটি বিবৃতি জারি করেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, তিনি প্রযোজক তাই ছবি কবে মুক্তি পাবে না পাবে সেটা একান্ত তাঁর সিদ্ধান্ত।



এরপর থেকেই রঙ্গোলি একাধিক টুইট করেন। তিনি একটি টুইটে লেখেন যে হৃত্বিক প্রথম থেকেই পিঠে ছোড়া দিতে পারেন। একতা তাঁর ছোটোবেলার বন্ধু। দু'জনে মিলে আলোচনা করে একই দিনে ছবি মুক্তির দিন ঠিক করেছেন।



রঙ্গোলির আরও দাবি, একতাকে কিছু বলতে পারবে না বলে কঙ্গনাকে হৃত্বিক পাঞ্চিং ব্যাগের মতো ব্যবহার করছে। যদিও এই বিষয় হৃত্বিক কোনও মন্তব্য করেননি।



একের পর এক বিতর্কে জড়াচ্ছেন কঙ্গনা। তাঁকে সমর্থন করে রঙ্গোলিও বরাবর তাঁদের আক্রমণ করেছেন। সম্প্রতি মহেশ ভাটের বিরুদ্ধেও রঙ্গোলি একাধিক অভিযোগ এনেছিলেন।




Conclusion:
Last Updated : May 9, 2019, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.