ETV Bharat / sitara

'ধকড়'-এর শুটিংয়ে ভোপালে কঙ্গনা, সাক্ষাৎ শিবরাজের সঙ্গে - কঙ্গনা রানাওয়াতের আপকামিং ছবি ধকড়

'ধকড়'-এর শুটিংয়ের জন্য গতকাল ভোপাল যান কঙ্গনা । সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন তিনি । মহিলাদের উপর হওয়া অত্যাচার ও শিশু পাচার সহ একাধিক বিষয় নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জানা গিয়েছে ।

asd
asd
author img

By

Published : Jan 10, 2021, 5:49 PM IST

Updated : Jan 10, 2021, 10:45 PM IST

ভোপাল : আপকামিং ছবি 'ধকড়'-এর শুটিংয়ের জন্য ভোপালে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । মহিলাদের উপর হওয়া অত্যাচার ও শিশু পাচারকে কেন্দ্র করে তৈরি হবে এই ছবি । সেখানে একজন সরকারি আধিকারিকের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে ।

'ধকড়'-এর শুটিংয়ের জন্য গতকাল ভোপাল যান কঙ্গনা । সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন তিনি । একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে । এছাড়া ছবির বিষয়বস্তু নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন । এর আগে ভোপালে 'মনিকর্ণিকা' ও 'পাঙ্গা'-র মতো ছবির শুটিং করেছিলেন তিনি ।

ছবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, "ধকড় একটা স্পাই থ্রিলার ছবি । সেখানে আমাকে এক আধিকারিকের চরিত্রে দেখা যাবে । শিশু পাচার ও মহিলাদের উপর হওয়া অত্যাচারকে নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি । 'মনিকর্ণিকা' ও 'পাঙ্গা'-র পর এটা আমার তৃতীয় ছবি যার শুটিং হতে চলেছে মধ্যপ্রদেশে । এখানে এসে আমার খুবই ভালো লাগছে ।"

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন কঙ্গনা

পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আরও ভালো লাগছে বলেও জানিয়েছেন কঙ্গনা । এ প্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার ও টিমের সবার খুবই ভালো লেগেছে । আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন তিনি । এছাড়া মহিলাদের ক্ষমতায়ণ সম্পর্কে অনেক কথাও বলেছেন ।"

  • Team #Dhaakad meet and greet with honourable chief minister Shri @ChouhanShivraj ji, today we got to know why he is lovingly called Mama ji, most gentle, compassionate and encouraging influence. We are humbled by your graciousness sir 🙏 pic.twitter.com/OrZBV794xi

    — Kangana Ranaut (@KanganaTeam) January 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'ধকড়' তৈরি হওয়ার পর ছবিটি দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন শিবরাজ সিং চৌহান । প্রয়োজনে ভোপালে এই ছবির কর মকুব করার ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি ।

ছবিটি পরিচালনা করছেন রজ়নীশ ঘাই । আর ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সোহেল মাকলাই ।

ভোপাল : আপকামিং ছবি 'ধকড়'-এর শুটিংয়ের জন্য ভোপালে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । মহিলাদের উপর হওয়া অত্যাচার ও শিশু পাচারকে কেন্দ্র করে তৈরি হবে এই ছবি । সেখানে একজন সরকারি আধিকারিকের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে ।

'ধকড়'-এর শুটিংয়ের জন্য গতকাল ভোপাল যান কঙ্গনা । সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন তিনি । একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে । এছাড়া ছবির বিষয়বস্তু নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন । এর আগে ভোপালে 'মনিকর্ণিকা' ও 'পাঙ্গা'-র মতো ছবির শুটিং করেছিলেন তিনি ।

ছবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, "ধকড় একটা স্পাই থ্রিলার ছবি । সেখানে আমাকে এক আধিকারিকের চরিত্রে দেখা যাবে । শিশু পাচার ও মহিলাদের উপর হওয়া অত্যাচারকে নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি । 'মনিকর্ণিকা' ও 'পাঙ্গা'-র পর এটা আমার তৃতীয় ছবি যার শুটিং হতে চলেছে মধ্যপ্রদেশে । এখানে এসে আমার খুবই ভালো লাগছে ।"

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন কঙ্গনা

পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আরও ভালো লাগছে বলেও জানিয়েছেন কঙ্গনা । এ প্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার ও টিমের সবার খুবই ভালো লেগেছে । আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন তিনি । এছাড়া মহিলাদের ক্ষমতায়ণ সম্পর্কে অনেক কথাও বলেছেন ।"

  • Team #Dhaakad meet and greet with honourable chief minister Shri @ChouhanShivraj ji, today we got to know why he is lovingly called Mama ji, most gentle, compassionate and encouraging influence. We are humbled by your graciousness sir 🙏 pic.twitter.com/OrZBV794xi

    — Kangana Ranaut (@KanganaTeam) January 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'ধকড়' তৈরি হওয়ার পর ছবিটি দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন শিবরাজ সিং চৌহান । প্রয়োজনে ভোপালে এই ছবির কর মকুব করার ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি ।

ছবিটি পরিচালনা করছেন রজ়নীশ ঘাই । আর ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সোহেল মাকলাই ।

Last Updated : Jan 10, 2021, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.