মুম্বই : কঙ্গনা রানাওয়াতের শেষ হিট ফিল্ম 'মণিকর্ণিকা' । ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন অবলম্বনে তৈরি এই ফিল্মে শুধু অভিনয়ই নয়, পরিচালনার কাজও করেছিলেন কঙ্গনা । কথায় কথায় অভিনেত্রী 'মণিকর্ণিকা'-র প্রসঙ্গ টানেন, সেই ফিল্মের সংলাপ শেয়ার করেন, কথা বলেন । লক্ষ্মীবাঈ লড়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে আর কঙ্গনা লড়ছেন মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে...ফারাক যেন শুধু এটুকুই ।
কঙ্গনার এই আচরণ দেখে একটি মজার পোস্ট করেছেন অনুরাগ । বুদ্ধিদীপ্ত অনুরাগ খুব সূক্ষ্মভাবে কটাক্ষ করেছেন অভিনেত্রীকে । লিখেছেন, "কেবলমাত্র তুমিই আমাদের বাঁচাতে পার সিস্টার...একমাত্র সত্যিকারের মণিকর্ণিকা । চার-পাঁচজন লোককে নিয়ে চিনের সঙ্গে লড়াই করে দেখাও । ওদের দেখিয়ে দাও যে, তুমি যতক্ষণ আছ, ভারতের চিন্তার কোনও কারণ নেই । এগিয়ে যাও বাঘিনী, জয় হিন্দ ।"
অনুরাগের এমন একটি পোস্ট দেখে কঙ্গনা চুপ করে থাকবেন তা তো হয় না । সোশাল মিডিয়ায় তাঁর নামে লেখা প্রায় সব পোস্টে প্রতিক্রিয়া জানান তিনি । আর অনুরাগ তো "মিনি মহেশ ভাট" । তাঁর লেখা পোস্ট দেখে স্বভাবসিদ্ধভাবে আক্রমণ করলেন কঙ্গনা ।
তিনি লিখেছেন, "আচ্ছা, আমি বর্ডারে যাব । তবে আপনাকেও অলিম্পিকে যেতে হবে । আমাদের দেশ সোনার পদক চায়, হা হা ! এটা কোনও বি-গ্রেড ফিল্ম নয় যে, আর্টিস্ট যখন তখন যা খুশি হয়ে উঠতে পারে । কবে থেকে আপনি এত বোকা হয়ে গেলেন ? আগে তো আপনি বুদ্ধিমান ছিলেন, যখন আমরা বন্ধু ছিলাম ।"
দেখে নিন কঙ্গনার পোস্ট...