ETV Bharat / sitara

টুইটার ছাড়ছেন কঙ্গনা ? - কঙ্গনা রানাওয়াতের খবর

টুইটার জয়েন করার পরমুহূর্ত থেকেই একের পর এক বিস্ফোরণ করে গেছেন কঙ্গনা । টুইটারকে হাতিয়ার করে প্রভাবশালী ব্যক্তিত্বদের আক্রমণ করছেন, জনসমর্থন পাচ্ছেন । এহেন কঙ্গনাই টুইটার ছাড়ার কথা বললেন ? কিন্তু কেন ?

kangana ranaut to quit twitter
kangana ranaut to quit twitter
author img

By

Published : Sep 18, 2020, 10:29 AM IST

মুম্বই : কয়েকদিন আগে কঙ্গনা বলেছিলেন যে, সুশান্তের মৃত্যু নিয়ে বলা কথা মিথ্যে প্রমাণিত হলে পদ্মশ্রী ফেরাবেন । আর আজ বললেন, টুইটারে তাঁর বলা অভিযোগ মিথ্যে প্রমাণ করতে পারলে টুইটার ছেড়ে দেবেন ।

কঙ্গনার মনে হয় যে তাঁকে সবাই 'ঝগড়ুটে' বলে মনে করছে । কিন্তু, আদপে তিনি একেবারেই সেরকম নন । তাই তাঁকে কেউ মিথ্যে প্রমাণ করতে পারলে তিনি ঝগড়া বা লড়াই করার চেষ্টাই করবেন না, বিনা বাক্যব্যয়ে ছাড়বেন টুইটার ।

অভিনেত্রী লিখেছেন, "আমি কোনওদিন কোনও লড়াই শুরু করিনি, আমার রেকর্ড আছে এই বিষয়ে । কেউ যদি আমায় ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি টুইটার ছেড়ে দেব । আমি লড়াই শুরু করিনি, তবে শেষ করব ।"

দেখে নিন তাঁর টুইট...

kangana ranaut to quit twitter
সৌজন্যে টুইটার

আপাতত মুম্বই ছেড়ে মানালিতে পৌঁছেছেন কঙ্গনা । তবে খুব তাড়াতাড়ি স্বপ্ননগরীতে ফিরবেন তিনি, জানিয়েছেন সাক্ষাৎকারে ।

মুম্বই : কয়েকদিন আগে কঙ্গনা বলেছিলেন যে, সুশান্তের মৃত্যু নিয়ে বলা কথা মিথ্যে প্রমাণিত হলে পদ্মশ্রী ফেরাবেন । আর আজ বললেন, টুইটারে তাঁর বলা অভিযোগ মিথ্যে প্রমাণ করতে পারলে টুইটার ছেড়ে দেবেন ।

কঙ্গনার মনে হয় যে তাঁকে সবাই 'ঝগড়ুটে' বলে মনে করছে । কিন্তু, আদপে তিনি একেবারেই সেরকম নন । তাই তাঁকে কেউ মিথ্যে প্রমাণ করতে পারলে তিনি ঝগড়া বা লড়াই করার চেষ্টাই করবেন না, বিনা বাক্যব্যয়ে ছাড়বেন টুইটার ।

অভিনেত্রী লিখেছেন, "আমি কোনওদিন কোনও লড়াই শুরু করিনি, আমার রেকর্ড আছে এই বিষয়ে । কেউ যদি আমায় ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি টুইটার ছেড়ে দেব । আমি লড়াই শুরু করিনি, তবে শেষ করব ।"

দেখে নিন তাঁর টুইট...

kangana ranaut to quit twitter
সৌজন্যে টুইটার

আপাতত মুম্বই ছেড়ে মানালিতে পৌঁছেছেন কঙ্গনা । তবে খুব তাড়াতাড়ি স্বপ্ননগরীতে ফিরবেন তিনি, জানিয়েছেন সাক্ষাৎকারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.