ETV Bharat / sitara

"তুমি ভিলেনের ভূমিকা পালন করেছ বলেই আমি হিরো হয়েছি" - Kangana on highcourt order

টুইটারে কঙ্গনা লেখেন, "যখন কোনও একজন সরকারের বিরুদ্ধে কিছু বলে ও জেতে তখন সেটা তার জয় নয়, আসলে সেটা গণতন্ত্রের জয় । যাঁরা আমাকে শক্তি জুগিয়েছেন তাঁদের অনেক ধন্যবাদ । আর তাঁদেরও ধন্যবাদ যাঁরা আমার স্বপ্ন ভাঙতে দেখে হেসেছিলেন ।"

asd
asd
author img

By

Published : Nov 27, 2020, 1:06 PM IST

মুম্বই : অবশেষে জয়ের হাসি হাসলেন কঙ্গনা রানাওয়াত । আজ তাঁর সম্পত্তি নষ্টের মামলার রায় দেয় বোম্বে হাইকোর্ট । সেখানে বড় জয় পেলেন অভিনেত্রী । এই মামলায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) দাবি খারিজ করে দেয় হাইকোর্ট । পাশাপাশি ভ্যালুয়ারের দেওয়া রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে ।

আর এই রায় ঘোষণার পরই সোশাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে টুইট করেন কঙ্গনা । তিনি লেখেন, "যখন কোনও একজন সরকারের বিরুদ্ধে কিছু বলে ও জেতে তখন সেটা তার জয় নয়, আসলে সেটা গণতন্ত্রের জয় । যাঁরা আমাকে শক্তি জুগিয়েছেন তাঁদের অনেক ধন্যবাদ । আর তাঁদেরও ধন্যবাদ যাঁরা আমার স্বপ্ন ভাঙতে দেখে হেসেছিলেন । শুধুমাত্র এই কারণেই তুমি ভিলেনের ভূমিকা পালন করেছ বলেই আমি হিরো হয়েছি ।"

sadf
কঙ্গনার টুইট

বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনাকে সেপ্টেম্বরের শুরুর দিকে একটি নোটিশ পাঠায় BMC । 24 ঘণ্টার মধ্যে তাঁকে সেই নোটিশের উত্তরও দিতে বলা হয় । আর তা না দেওয়ায় 9 সেপ্টেম্বর ভেঙে দেওয়া হয় তাঁর অফিসের একাংশ । যদিও তাঁর ওই নির্মাণ বেআইনি নয় বলে দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে একটি সংশোধনী পিটিশন দায়ের করেন কঙ্গনা । পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে 2 কোটি টাকা দাবি করেছিলেন তিনি ।

যদিও কঙ্গনার এই দাবি বেআইনি ও ভিত্তিহীন বলে হাইকোর্টে পালটা নোটিশ দিয়েছিল BMC । এমনকী, কঙ্গনার আবেদন খারিজ করার জন্যও আদালতের কাছে অনুরোধ জানায় তারা ।

আর আজ রায় ঘোষণার সময় BMC-র সেই দাবি খারিজ করে দেয় বোম্বে হাইকোর্ট । বলা হয়েছে, ভাঙচুর চালানোর ফলে যে ক্ষয় ক্ষতি হয়েছে তা দেখার জন্য একজন ভ্যালুয়ারকে নিয়োগ করা হবে । ক্ষয় ক্ষতির হিসেব দিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেবেন তিনি । তাঁর রিপোর্টের ভিত্তিতেই ক্ষতিপূরণ দেওয়া হবে কঙ্গনাকে ।

মুম্বই : অবশেষে জয়ের হাসি হাসলেন কঙ্গনা রানাওয়াত । আজ তাঁর সম্পত্তি নষ্টের মামলার রায় দেয় বোম্বে হাইকোর্ট । সেখানে বড় জয় পেলেন অভিনেত্রী । এই মামলায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) দাবি খারিজ করে দেয় হাইকোর্ট । পাশাপাশি ভ্যালুয়ারের দেওয়া রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে ।

আর এই রায় ঘোষণার পরই সোশাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে টুইট করেন কঙ্গনা । তিনি লেখেন, "যখন কোনও একজন সরকারের বিরুদ্ধে কিছু বলে ও জেতে তখন সেটা তার জয় নয়, আসলে সেটা গণতন্ত্রের জয় । যাঁরা আমাকে শক্তি জুগিয়েছেন তাঁদের অনেক ধন্যবাদ । আর তাঁদেরও ধন্যবাদ যাঁরা আমার স্বপ্ন ভাঙতে দেখে হেসেছিলেন । শুধুমাত্র এই কারণেই তুমি ভিলেনের ভূমিকা পালন করেছ বলেই আমি হিরো হয়েছি ।"

sadf
কঙ্গনার টুইট

বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনাকে সেপ্টেম্বরের শুরুর দিকে একটি নোটিশ পাঠায় BMC । 24 ঘণ্টার মধ্যে তাঁকে সেই নোটিশের উত্তরও দিতে বলা হয় । আর তা না দেওয়ায় 9 সেপ্টেম্বর ভেঙে দেওয়া হয় তাঁর অফিসের একাংশ । যদিও তাঁর ওই নির্মাণ বেআইনি নয় বলে দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে একটি সংশোধনী পিটিশন দায়ের করেন কঙ্গনা । পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে 2 কোটি টাকা দাবি করেছিলেন তিনি ।

যদিও কঙ্গনার এই দাবি বেআইনি ও ভিত্তিহীন বলে হাইকোর্টে পালটা নোটিশ দিয়েছিল BMC । এমনকী, কঙ্গনার আবেদন খারিজ করার জন্যও আদালতের কাছে অনুরোধ জানায় তারা ।

আর আজ রায় ঘোষণার সময় BMC-র সেই দাবি খারিজ করে দেয় বোম্বে হাইকোর্ট । বলা হয়েছে, ভাঙচুর চালানোর ফলে যে ক্ষয় ক্ষতি হয়েছে তা দেখার জন্য একজন ভ্যালুয়ারকে নিয়োগ করা হবে । ক্ষয় ক্ষতির হিসেব দিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেবেন তিনি । তাঁর রিপোর্টের ভিত্তিতেই ক্ষতিপূরণ দেওয়া হবে কঙ্গনাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.