মুম্বই : কঙ্গনা রানাওয়াতের ক্যারিয়ারের একটি বড় ফ্লপ 'সিমরন' । তবে এটি কঙ্গনার একার ব্যর্থতা নয়, পরিচালক হনসল মেহতাও স্বীকার করেছেন যে, 'সিমরন' না বানালেই ভালো হত বোধহয় । এই শুনে মন ভেঙে গেছে কঙ্গনার ।
সম্প্রতি হনসল তাঁর টুইটার পেজে লিখেছেন যে, "সবাই অনেক ভুল করে, আমি সিমরন-বানিয়েছি ।" অর্থাৎ 'সিমরন' তাঁর জীবনের এক অন্যতম বড় ভুল বলে মেনে নিয়েছেন হনসল ।
কিন্তু, পরিচালকের স্বীকারোক্তি নিতে পারছেন না হিরোইন কঙ্গনা । এক সময় তিনি হনসলের পাশে দাঁড়িয়েছিলেন ছবিটির ব্যাপারে, আর আজ হনসল এভাবে মাথা নত করে নেবেন ভাবতে পারেননি কঙ্গনা ।
তিনি লিখেছেন, "ভুল হয়েছিল ঠিকই । তবে সেদিন আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম হনসল স্যার । আর আজ আপনি একথা বলছেন ?'আচ্ছা সিলা দিয়া তুলে মেরে পেয়ার কা' গাইতে ইচ্ছে করছে আমার ।"
তবে হনসল পরিষ্কার করে জানিয়েছেন যে, কঙ্গনার অভিনয় দক্ষতাকে কখনও ছোটো করতে চাননি তিনি । সিনেমাটি রিলিজ় করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল হনসলকে । তাই কঙ্গনার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই এই মন্তব্য করেছেন পরিচালক ।
এই লড়াই কি এখানেই থামবে ? দেখা যাক...