ETV Bharat / sitara

ভারতের মতো গণতান্ত্রিক দেশে হিংসাকে প্রশ্রয় দেওয়া কাম্য নয় : কঙ্গনা

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ । এই বিক্ষোভের বিরুদ্ধে মন্তব্য করলেন কঙ্গনা ।

d
sf
author img

By

Published : Dec 23, 2019, 10:49 PM IST

মুম্বই : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে দেখানো হচ্ছে বিক্ষোভ । এবার এই প্রতিবাদের বিরুদ্ধে মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত । বলেন, "গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই"।

'পাঙ্গা'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে কঙ্গনা বলেন, "কে আপনাদের বাস ও ট্রেনে আগুন ধরানোর অধিকার দিয়েছে ? একটা বাসের দাম 70 থেকে 80 লাখ টাকা । এই টাকাটা খুব একটা কম নয় । দেশবাসীর পরিস্থিতির দিকে কখনও তাকিয়ে দেখেছেন ? না খেতে পেয়ে, অপুষ্টিতে ভুগছেন অনেকেই । সেখানে হিংসাকে প্রশ্রয় দেওয়া কখনওই কাম্য নয় ।"

তিনি আরও বলেন, "আমরা এখনও স্বাধীনতা পূর্ববর্তী যুগে রয়েছি । যখন দেশকে দাস বানিয়ে রাখা হয়েছিল । বন্দুকের ভয় দেখিয়ে আমাদেরও কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল । যারে সে সময় দেশে রাজ করছিল তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা, দেশকে অচল করে রাখা ও ট্যাক্স না দেওয়া খুবই ভালো বিষয় ছিল । কিন্তু, এখন পরিস্থিতি পালটেছে । এখন সাধারণ মানুষের মধ্যে থেকেই নেতা নির্বাচিত হন । তিনি জাপান বা চিনের কোনও ব্যক্তি নন । তাই ভারতের মতো গণতান্ত্রিক দেশে হিংসাকে প্রশ্রয় দেওয়া কাম্য নয় ।"

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করে কঙ্গনা বলেন, "আমাদের নেতা খুব ছোটো জাগয়া থেখে উঠে এসেছেন । অনেক কাজ করতে হয়েছে তাঁকে । এরপর নির্বাচনের আগে উনি ইস্তেহার প্রকাশ করেন । সেখানে সব কিছুই লেখা ছিল । তা দেখে মানুষ তাঁকে ভোট দিয়ে জেতায় । এরপর ওই ইস্তেহারে থাকা বিষয়গুলিকে তিনি একে একে বাস্তবে রূপায়িত করছেন । এটাই গণতন্ত্র ।"

কাজের দিক থেকে এখন আপাতত 'পাঙ্গা' ছবিটি নিয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা । ছবিতে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি । এছাড়াও রয়েছেন জ্যাসি গিল, নীনা গুপ্তা । পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি । সব ঠিক থাকলে 2020 সালের 24 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে দেখানো হচ্ছে বিক্ষোভ । এবার এই প্রতিবাদের বিরুদ্ধে মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত । বলেন, "গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই"।

'পাঙ্গা'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে কঙ্গনা বলেন, "কে আপনাদের বাস ও ট্রেনে আগুন ধরানোর অধিকার দিয়েছে ? একটা বাসের দাম 70 থেকে 80 লাখ টাকা । এই টাকাটা খুব একটা কম নয় । দেশবাসীর পরিস্থিতির দিকে কখনও তাকিয়ে দেখেছেন ? না খেতে পেয়ে, অপুষ্টিতে ভুগছেন অনেকেই । সেখানে হিংসাকে প্রশ্রয় দেওয়া কখনওই কাম্য নয় ।"

তিনি আরও বলেন, "আমরা এখনও স্বাধীনতা পূর্ববর্তী যুগে রয়েছি । যখন দেশকে দাস বানিয়ে রাখা হয়েছিল । বন্দুকের ভয় দেখিয়ে আমাদেরও কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল । যারে সে সময় দেশে রাজ করছিল তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা, দেশকে অচল করে রাখা ও ট্যাক্স না দেওয়া খুবই ভালো বিষয় ছিল । কিন্তু, এখন পরিস্থিতি পালটেছে । এখন সাধারণ মানুষের মধ্যে থেকেই নেতা নির্বাচিত হন । তিনি জাপান বা চিনের কোনও ব্যক্তি নন । তাই ভারতের মতো গণতান্ত্রিক দেশে হিংসাকে প্রশ্রয় দেওয়া কাম্য নয় ।"

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করে কঙ্গনা বলেন, "আমাদের নেতা খুব ছোটো জাগয়া থেখে উঠে এসেছেন । অনেক কাজ করতে হয়েছে তাঁকে । এরপর নির্বাচনের আগে উনি ইস্তেহার প্রকাশ করেন । সেখানে সব কিছুই লেখা ছিল । তা দেখে মানুষ তাঁকে ভোট দিয়ে জেতায় । এরপর ওই ইস্তেহারে থাকা বিষয়গুলিকে তিনি একে একে বাস্তবে রূপায়িত করছেন । এটাই গণতন্ত্র ।"

কাজের দিক থেকে এখন আপাতত 'পাঙ্গা' ছবিটি নিয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা । ছবিতে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি । এছাড়াও রয়েছেন জ্যাসি গিল, নীনা গুপ্তা । পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি । সব ঠিক থাকলে 2020 সালের 24 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.