ETV Bharat / sitara

মুম্বইয়ের এই জিনিসটা খুবই মিস করছেন কঙ্গনা - Kangana Ranaut misses Mumbai

টুইটারে ঘোড়ার পিঠে চড়ার কয়েকটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সব ফোটোতে ঘোড়ার পিঠে বসে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে ।

asd
asd
author img

By

Published : Nov 2, 2020, 11:01 PM IST

মুম্বই : এখন পরিবারের সঙ্গে মানালিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । সেখানেই ছুটি কাটাচ্ছেন তিনি । কিন্তু, মনে মনে মুম্বইয়ে ঘোড়সওয়ারি এই মুহূর্তে খুবই মিস করছেন । আর সেকথা সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি ।

টুইটারে ঘোড়ার পিঠে চড়ার কয়েকটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সব ফোটোতে ঘোড়ার পিঠে বসে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে ।

ছবির ক্যাপশনে লেখেন, "মুম্বইয়ের যে জিনিসটা সব থেকে বেশি মিস করছি সেটা হল ঘোড়সওয়ারি । প্রত্যেকদিন সকালে রেস কোর্সে ঘোড়সওয়ারি করতাম । আমি কখনও খেলাধুলো করিনি । কিন্তু, ঘোড়ার সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল আমার ।"

  • One thing I miss the most about Mumbai is horse back riding every other morning in race course, I have never been a sports person but I find meditative partnership with my horse, being one with another being is such as exhilarating experience #MondayMotivation pic.twitter.com/nawGCHoSgO

    — Kangana Ranaut (@KanganaTeam) November 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগে 'তালাভি'-র শুটিং শেষ করেছেন কঙ্গনা । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে । সম্প্রতি 'তেজস'-এর শুটিং শুরু করেছেন তিনি । সেখানে যুদ্ধবিমানের একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : এখন পরিবারের সঙ্গে মানালিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । সেখানেই ছুটি কাটাচ্ছেন তিনি । কিন্তু, মনে মনে মুম্বইয়ে ঘোড়সওয়ারি এই মুহূর্তে খুবই মিস করছেন । আর সেকথা সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি ।

টুইটারে ঘোড়ার পিঠে চড়ার কয়েকটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সব ফোটোতে ঘোড়ার পিঠে বসে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে ।

ছবির ক্যাপশনে লেখেন, "মুম্বইয়ের যে জিনিসটা সব থেকে বেশি মিস করছি সেটা হল ঘোড়সওয়ারি । প্রত্যেকদিন সকালে রেস কোর্সে ঘোড়সওয়ারি করতাম । আমি কখনও খেলাধুলো করিনি । কিন্তু, ঘোড়ার সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল আমার ।"

  • One thing I miss the most about Mumbai is horse back riding every other morning in race course, I have never been a sports person but I find meditative partnership with my horse, being one with another being is such as exhilarating experience #MondayMotivation pic.twitter.com/nawGCHoSgO

    — Kangana Ranaut (@KanganaTeam) November 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগে 'তালাভি'-র শুটিং শেষ করেছেন কঙ্গনা । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে । সম্প্রতি 'তেজস'-এর শুটিং শুরু করেছেন তিনি । সেখানে যুদ্ধবিমানের একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.